শারদাঞ্জলি ফোরাম, সাতক্ষীরা জেলা অভিষেক অনুষ্ঠান

pixlr_20171030075936364_20171030083539420_20171112091723891 pixlr_20171030075936364_20171030083539420_20171112090253366

শারদাঞ্জলি ফোরাম, সাতক্ষীরা জেলা অভিষেক অনুষ্ঠানের শুভ উদ্বোধক : শ্রী লিটন চন্দ্র পাল, সম্মানিত

উপদেষ্টা, শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, সভাপতি, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, নারায়ণগঞ্জ মহানগর কমিটি, সদস্য, বারদী লোকনাথ ব্রম্মচারী আশ্রম কমিটি।

ধর্মিও আলোচক:শ্রী অবারিত দাশ বাবাজী মহারাজ, প্রধান উপদেষ্টা শারদাঞ্জলি ফোরাম সাতক্ষীরা ও সেবায়েত নামাচার্য্য ব্রক্ষ্ম হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রম।

 

প্রধান অথিতি : শ্রী বাবুল চন্দ্র পাল, সভাপতি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, শারদাঞ্জলি ফোরাম।

 

প্রদান বক্তা : শ্রী রতন চন্দ্র পাল, সহ-সভাপতি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, সভাপতি, ঢাকা মহানগর কমিটি, শারদাঞ্জলি ফোরাম, মহাসচিব, শারদাঞ্জলি গীতা বোর্ড এবং স্বত্বাধিকারী, দিকদর্শন ও গ্রন্থকুঠির প্রকাশনা লি:।

 

বিশেষ অতিথিবৃন্দ:

শ্রী অজিৎ রায়-সহ সভাপতি কেন্দ্র কার্যনির্বাহি কমিটি।

 

শ্রী সঞ্জয় ভৌমিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, শারদাঞ্জলি ফোরাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।

 

শ্রী দিলীপ কুমার সাহা, নির্বাহী সারথি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও সদস্য সচিব, কেন্দ্রীয় আহবায়ক কমিট।

 

শ্রী পলাশ চন্দ্র নাথ,সভাপতির মুখপাত্র, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও যুগ্ম-সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি

 

শ্রী লোকনাথ ভৌমিক,সহ-প্রচার সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও সিনিয়র সহ-সভাপতি কুমিল্লা মহানগর কমিটি।

 

শ্রী কার্তিক চন্দ্র মিত্র-সভাপতি নামাচার্য্য শ্রীশ্রী ব্রক্ষ্ম হরিদাশ ঠাকুরের জন্মভিটা আশ্রম।

 

সভাপতিত্ব করবেন : ডা: রবিন্দ্রনাথ মন্ডল, সভাপতি শারদাঞ্জলি ফোরাম সাতক্ষীরা জেলা কমিটি।

শুভেচ্ছা বক্তা: শ্রী তুষার দত্ত,সহ-সভাপতি, শারদাঞ্জলি ফোরাম সাতক্ষীরা জেলা।

 

শ্রী প্রশান্ত অধিকারী, যুগ্ম-সাধারণ সম্পাদক, শারদাঞ্জলি ফোরাম, সাতক্ষীরা জেলা।

 

★এ ছাড়াও অনুষ্ঠানে আরো উপস্হিত থাকবেন কেন্দ্রীয়, বিভিন্ন জেলা, মহানগর কমিটির সম্মানিত সারথিবৃন্দ, বিভিন্ন সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ সহ সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্মানিত ব্যক্তিবর্গ.

 

যেকোনো তথ্য পেতে:০১৭০৯৮৬৫৫০১

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »