বাংলাদেশে প্রথম শারদাঞ্জলি ফোরাম এর পক্ষ থেকে পন্ডিত সুদর্শন দাশকে সংবর্ধনা দেয়া হয়েছে
১৭ই ডিসেম্বর সন্ধ্যা ৭টাই বাংলাদেশে প্রথম শারদাঞ্জলি ফোরাম, World Durga puja organization ও Hindus.news এর পক্ষ থেকে গিনেস ওয়াল্ড রেকর্ড এ দুইবার রের্কডকারী পন্ডিত সুদর্শন দাশকে সংবর্ধনা দেয়া হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবু অজিত শীল, সত্যজিৎ চৌধুরী, প্রত্যুষ ঘোষ – ডি,জি,এম – ইন্ডিয়ান রেলওয়ে। কবি জয়ন্তী অার্চায্য – সম্পাদক, শিশিরবিন্দু। খনা মা, সুব্রত মুর্খাজী, জয়ন্তী ঘোষ, হায়দার অালী চৌধুরী । অনুষ্ঠানে পন্ডিত সুদর্শন দাশ গিনেসরেকর্ড করতে গিয়ে তার অভিজ্ঞতার কথা ব্যাক্ত করেন। তিনি সর্বোচ্চ সময় তবলা এবং ঢোল বাজিয়েছেন। তিনি ৫২৭ ঘন্টা ১১ মিনিট তবলা বাজিয়েছেন এবং ২৭ ঘন্টা ঢোল বাজিয়ে বিশ্বরেকর্ড করেছেন। অামরা দাদার ভবিষ্যৎ জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করছি।






