ফেনী জেলার শারদাঞ্জলি-বীণাপাণি গীতা নিকেতনের শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণ

আমরা আনন্দের জানাচ্ছি যে, গত ১৩ এপ্রিল, ২০১৯ ইং শনিবার ফেনী শহরস্থ শ্রীশ্রী জয়কালী মন্দিরে ফেনী জেলা জাগো হিন্দু পরিষদ আয়োজিত রাম নবমী পূজা উপলক্ষে গীতার শ্লোক আবৃত্তি এবং ধর্মীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় শারদাঞ্জলি ফোরামের উদ্যোগে ফেনী জেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বীণাপাণি ক্লাবে প্রতিষ্ঠিত শারদাঞ্জলি-বীণাপাণি গীতা নিকেতনের শিক্ষার্থী ক গ্রুপের সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় নিরব পাল ১ম, অহন পাল ২য়, খ গ্রুপ থেকে অথৈ পাল ১ম, মিথিলা পাল ২য়, গীতার শ্লোক আবৃত্তি প্রতিযোগিতায় ক গ্রুপ থেকে শুভদ্রা পাল ২য়, নিরব পাল ৩য় এবং খ গ্রুপ থেকে অথৈ পাল ১ম ও পূজা সরকার ২য় স্থান অধিকার করেছে। অতি অল্প সময়ের শিক্ষায় শারদাঞ্জলি-বীণাপাণি নিকেতনের গীতা শিক্ষার্থীদের এমন অভাবনীয় সাফল্যে আমরা মুগ্ধ এবং গর্বিত। প্রতিযোগিতার পুরষ্কারজয়ী সকল গীতা শিক্ষার্থীর জন্য আমাদের আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা রইলো। সেই সাথে গীতা শিক্ষক লিটন চক্রবর্তী, অভিভাবক কমিটির সভাপতি শ্রী প্রনব পাল এবং সাধারণ সম্পাদক শ্রী উত্তম পাল সহ সকল অভিভাবকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

এভাবেই গীতার আলোয় আলোকিত হচ্ছে সনাতনী নতুন প্রজন্ম। জয় গীতা, জয় শারদাঞ্জলির জয়, জয় হোক মানবতার।

বাবুল চন্দ্র পাল
সভাপতি

লিটন চন্দ্র পাল
সাধারণ সম্পাদক
শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »