শারদাঞ্জলি ফোরাম চট্রগ্রাম মহানগর কমিটি’র” এক সাধারণ সভা

গত ১৯.০৫.২০১৭ইং রোজ শুক্রবার বিকেল ৫.০০ঘটিকায় শারদাঞ্জলি ফোরাম চট্রগ্রাম জেলার অধীনে “শারদাঞ্জলি ফোরাম চট্রগ্রাম মহানগর কমিটি’র” এক সাধারণ সভায় অনুষ্ঠিত হয়।

 

সভার শুরুতে সবাই মিলে বাবা লোকনাথের নিকট ২০মিনিট প্রার্থনা করা হয়। এর পর গীতা পাঠ করা মধ্যে দিয়ে সভা অনুষ্ঠিত হয়।

এরপর,

👉 পবিত্র গীতা পাঠ করেন গীতা স্কুলের শিক্ষার্থী ঋত্ত্বিকা রায়।

 

এরপর,

👉 সকল অতিথিবৃন্দ দের ফুল দিয়ে বরণ করেন মহানগর কমিটির সকল সারথিবৃন্দ।

 

এরপর,

👉 মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলক এবং শুভ উদ্বোধক করেন শ্রীশ্রীমৎ স্বামী বিরেশ্বরানন্দ গিরি মহারাজ জি।

 

এরপর,

👉 অার্শীবাদক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিধ এবং সমাজচিন্তাবিধ,শারদাঞ্জলি ফোরাম চট্রগ্রাম জেলা প্রতিষ্ঠাতা উপদেষ্টা অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্ত্তী মহোদয়। তিনি বিভিন্ন সাংগঠনিক বিষয়ে নিয়ে কথা তুলে ধরেন।

 

এরপর,

👉 ” শারদাঞ্জলি ফোরাম” সম্পর্কে সকলের কাছে বিস্তারিত তুলে ধরেন জেলা কমিটির প্রচার সম্পাদক শ্রী অজয় দত্ত মহোদয়।

 

এরপর,

👉 সকল সারথির কাছে গঠনতন্ত্র পাঠ করান জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক শ্রী বিপন সরকার মহোদয়। তিনি তার বক্তব্যে বলেন, সকল কে হাতের উপর হাত রেখে কাজ করতে হবে সমাজের জন্য। মনে রাখতে হবে আমরা সবাই সনাতনী। সবাইগঠনতন্ত্রে মোতাবেক কাজ করার জন্য অনুরোধ করেন,

 

এরপর,

👉 একে একে সকল সংবর্ধিত অতিথি বৃন্দ রা বক্তব্য দেন।

সংবর্ধিত অতিথিরর মধ্যে উপস্হিত ছিলেন…….

ক) অধ্যাপক বনগোপাল চৌধুরী,প্রতিষ্ঠাতা সভাপতি,চট্রগ্রাম মহানগর,বাগিশীক।

খ) অধ্যাপক ডাঃ হিমাংশু বিমল নাথ,প্রাক্তন অধ্যাপক,ডাঃ জাকির হোসেন সিটি কর্পোরেশন মেডিকেল কলেজ হাসপাতাল।

গ) শ্রী সাধন মহুরী,সভাপতি,বাংলাদেশ রাধা-কৃষ্ণ সেবক সংঘ।

ঘ) শ্রী চন্দন দে,সাবেক সাধারণ সম্পাদক,পূজা উদযাপন পরিষদ,উত্তর জেলা।

ঙ) শ্রী প্রদীপ কুমার গুহ,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক।

 

এরপর,

👉 প্রধান বক্তা বক্তব্য জেলা কমিটির সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী অজিত কুমার শীল মাষ্টার মহোদয়। তাঁহার বক্তব্যে বলেন, শারদাঞ্জলি ফোরাম একটি যুবকদের গড়া সংগঠন,এই সংগঠনে শুরু থেকে আমি তাদের সাথে থেকে কাজ করছি,তাদের মধ্যে যে একটা অণুপ্রেরণা আছে,সেটি উৎসাহিত করার জন্য আমি আজ ২ বছর ধরে চেষ্টা করছি, তিনি আরো বলেন, গুরু যদি কৃপা করে, বোবা ও কথা বলে,তারই প্রমাণ পেলাম আজ। কারন,আমরা শারদাঞ্জলি ফোরাম সৃষ্টি হয়েছিলো সেই বারদী বাবা লোকনাথ মন্দিরে পূজা দিয়ে, আজ ও ঠিক চট্রগ্রাম মহানগর কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে বাবা লোকনাথের মন্দিরে বসে।

তিনি তার সাংগঠনিক কথা তুলে ধরেন এবং আশা করেন ১টি সুন্দর মহানগর কমিটি উপহার দিবে জেলা কমিটিকে,এবং ১৬টি থানা কে নিয়ে তিনি একসাথে কাজ করবেন বলে সকলের প্রতি আশা রাখেন। আগামী দিনগুলো সবাই একসাথে কাজ করলে শারদাঞ্জলি ফোরাম অনেক দূরে এগিয়ে যাবে।

 

এরপর,

👉 সর্বশেষে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা কমিটির সম্মানিত প্রধান উপদেষ্টা শ্রী মিলন কান্তি শর্মা। তাঁহার বক্তব্যে বলেন, আমি আগে শারদাঞ্জলি নাম শুনেছি,কিন্তুু আজ সৌভাগ্য বিষয় হচ্ছে আমি সেই যুবকদের সাথে কাজ করতে পারছি যে ২ যুবক সনাতনী সম্প্রদায়কে রক্ষা করতে,অধিকার আদায় করতে গত ০৬.১২.২০১৬ ইং জেলে যায়,আমি গর্ব বোধ বোধ করি তাদের জন্য। তিনি আরো বলেন, এই যুব সমাজের গড়া সংগঠন টি ভাঙ্গার জন্য অনেকে পিছে লেগেছে,কিন্তুু আমি মিলন শর্মা যতদিন বেঁচে আছি,ততদিন তা হতে দিবো না,গত ২৮.০৪.২০১৭ইং মুসলিম হলে যে সারথি সম্মেলন করতে পুলিশি বাধা সৃষ্টি করেছে,তিনি সেটা পূর্ণাঙ্গ খোজ নিবেন,কেন সেটি করতে দেয়া হয় নাই,কেন ধর্মীয় সংগঠনে কাজে বাধা সৃষ্টি করেছে। তাঁহার বক্তব্যে আরো বলেন, সকল যুব সমাজ কে একসাথে কাজ করে এগিয়ে যেতে বলেছেন,তিনি সবসময় ফোরামের পাশে আছেন, সুখে দুঃখে তাঁহার ঘরের দরজা ২৪ঘন্টা খোলা থাকবে,যেকোন বিপদে আপদে তাহাকে কাছে পাবেন বলে তিনি আশা ব্যক্ত করে তাঁহার মহা মূল্যবাণ বক্তব্য শেষ করেন।

 

 

সভার শেষে জেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী অজিত কুমার শীল মহোদয় ৫১ জন কার্যনির্বাহী কমিটির মধ্যে #সভাপতি_শ্রী_তপন_তালুকদার_মহোদয় এবং #সাধারণ_সম্পাদক_মহোদয়_শ্রী_কমলেন্দু_শীল_মহোদয়ের নাম সহ ১১ জনের নাম সহ কমিটি ঘোষণা করা হয়।

 

এরপর, সভায় সভাপতিত্ব করেন শ্রী তপন তালুকদার মহোদয়।

 

সর্বশেষে সকল সারথিদের মধ্যে প্রসাদ বিতরন করা হয়।

 

FB_IMG_1495378431706 FB_IMG_1495378429645 FB_IMG_1495378426805 FB_IMG_1495378421965 FB_IMG_1495378419014 FB_IMG_1495378416426 FB_IMG_1495378414209 FB_IMG_1495378411843 FB_IMG_1495378408777 FB_IMG_1495378405640 FB_IMG_1495378400422 FB_IMG_1495378398037 FB_IMG_1495378395140 FB_IMG_1495378392542 FB_IMG_1495378390176 FB_IMG_1495378387324 FB_IMG_1495378384800 FB_IMG_1495378381098 FB_IMG_1495378376865 FB_IMG_1495378368899 FB_IMG_1495378362055 FB_IMG_1495378357541 FB_IMG_1495378354639 FB_IMG_1495378351653 FB_IMG_1495378345487 FB_IMG_1495378345638 FB_IMG_1495378342224 FB_IMG_1495378338302 FB_IMG_1495378335794 FB_IMG_1495378333253

 

জয় গীতা।

 

 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »