শ্রী শ্রী লোকনাথ বাবার ১২৭তম তিরোধান উৎসব ও ঐতিহ্যবাহী মহামানব গনেশ পাগল সেবা আশ্রমে কুম্ভ মেলা ও নববৃন্দাবন ( ধাম) উৎসব

FB_IMG_1494875745439 FB_IMG_1494875743515 FB_IMG_1494850583766

প্রেস বিজ্ঞপ্তি:

১৫/০৫/২০১৭

এত দ্বারা শারদাঞ্জলি ফোরামের সারাদেশের সারথিবৃন্দ ও সনাতনীদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ১৯শে জ্যৈষ্ঠ ১৪২৪, ৩ জুন ২০১৭ রোজ শনিবার নারায়নগঞ্জ জেলার বারদী আশ্রমে শ্রী শ্রী লোকনাথ বাবার ১২৭তম তিরোধান উৎসব অনুষ্ঠিত হবে।তারই প্রেক্ষিতে প্রতি বছরের মতো এই বছরে ও শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটির মাধ্যেমে আগত তীর্থযাত্রীদের জন্য কিছু সেবামূলক কার্যক্রম করতে যাচ্ছে। উক্ত সেবা ক্যাম্পটি মুল পরিকল্পনায় কেন্দ্রীয় কমিটি এবং সার্বিক সহযোগিতায় থাকবে শারদাঞ্জলি ফোরাম নারায়ণগঞ্জ জেলা কমিটি।

এছাড়া ও আগামী ১৩ই জ্যৈষ্ঠ ১৪২৪, ২৮ মে ২০১৭ রবিবার মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ী দিঘীরপাড়ের ঐতিহ্যবাহী মহামানব গনেশ পাগল সেবা আশ্রমে কুম্ভ মেলা ও নববৃন্দাবন ( ধাম) উপলক্ষে এবারই প্রথম সেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। উক্ত সেবা ক্যাম্পটি মুল পরিকল্পনায় কেন্দ্রীয় কমিটি এবং সার্বিক সহযোগিতায় থাকবে শারদাঞ্জলি ফোরাম গোপালগঞ্জ সারথিবৃন্দ।

—————————

—————————

আমাদের সেবাসমূহের মধ্যে থাকছে . . .

★ বিশুদ্ধ খাবার জল বিতরন ।

★স্যালাইন এবং লেবুর শরবত বিতরন ।

★চিঁড়া ও গুঁড় বিতরন। 

★শারদাঞ্জলি তথ্য সেবা কেন্দ্র।

★অভিক্ষ ডাক্তারের মাধ্যেমে তীর্থযাত্রীদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরন।

উক্ত সেবা ক্যাম্প গুলোকে কে সফল ও সার্থক করার জন্য সকলের সহযোগিতায় ও ঐকান্তিক চেষ্টায় সেবা ক্যাম্পটির সফলতা কামনা করছি এবং সেবা কার্যক্রমে আর্থিক সহযোগিতা করতে চাইলে বাবু সুমন ধর এর বিকাশ নং – ০১৬৭৫১২৯৮৫৭ ( পারসোনাল) এ পাঠাতে পারবেন।

সেবা ক্যাম্পের যে কোন তথ্যের জন্যে যোগাযোগ করুন – ০১৭৫৩৮২৪৬৩৩, ০১৮৬৯৮১৮৫৩৫, ০১৭১৮৮৬৯২৯০।

মুখপাত্র,

শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটি।

জয় শারদাঞ্জলীর জয়।

জয় মানবতার জয়।

 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »