গাজীপুর_জেলায়_৮ম_গীতা_নিকেতন_উদ্বোধন

গাজীপুর_জেলায়_৮ম_গীতা_নিকেতন_উদ্বোধন

গত ১৩ মে, ২০২২ ইং শুক্রবার #শারদাঞ্জলি_ফোরাম গাজীপুর জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে কালীগঞ্জ উপজেলার বালীগাও সূত্রধর পাড়ায় ৮ম শারদাঞ্জলি গীতা নিকেতন উদ্বোধন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি Dilip Kumar Saha শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা শারদাঞ্জলী ফোরামের সভাপতি #শ্যামল_চন্দ্র_বর্মন নারায়নগঞ্জ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক Sumon Das Bijoy বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক Prosanto Roy, সহ-দপ্তর সম্পাদক আমি #Dip_Haldar, বার্তা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, Raj Mondol, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, Kartiek Sutrrodhor , সহ-প্রচার সম্পাদক, Roy Diponkor , #Ranjit_Barmon সভাপতি, খিরাটী হরিমন্দির গীতানিকেতন, আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শারদাঞ্জলী ফোরামের যুগ্ম আহব্বায় ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সারথি #বিশ্বজিৎ_সূত্রধর, #Uzzal_Sutradhar ,নির্বাহী সারথি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও কোষাধ্যক্ষ, গাজীপুর জেলা আহবায়ক কমিটি, লহ্মন বর্মন , আহবায়ক, শ্রীপুর উপজেলা, নিপা রানী সেন, মাতৃশক্তি ফোরাম, নিপা সূত্রধর, শিক্ষিকা, ২য় গীতা নিকেতন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা শারদাঞ্জলী ফোরামের আহব্বায়ক পবন চন্দ্র সূত্রধর,।

অনুষ্ঠান সঞ্চাচলনা করেন Goutam Sutradhar সহ-সমাজ কল্যান সম্পাদক শারদাঞ্জলী ফোরাম কেন্দ্রীয় কমিটি ও সদস্য সচিব, গাজীপুর জেলা শারদাঞ্জলী ফোরাম আহব্বায়ক কমিটি। অনুষ্ঠানে শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কর্তৃক প্রকাশিত গীতা শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।

 

এভাবেই সারা বাংলাদেশে শারদাঞ্জলি ফোরামের ছায়াতলে গীতার আলোয় আলোকিত হচ্ছে সনাতনী নতুন প্রজন্ম। জয় গীতা, জয় শারদাঞ্জলির জয়, জয় হোক মানবতার।

Print Friendly, PDF & Email

Raj Mondol

নমস্কার সকলকে শারদাঞ্জলি ফোরাম পরিবারের পক্ষ থেকে। আমি রাজ মন্ডল শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্বে আছি।সকলের সহযোগিতা পেলে ওয়েবসাইট টি আরো তথ্যনির্ভর করতে পারবো আশাকরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »