শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রমে শারদাঞ্জলি ফোরামের সেবা ক্যাম্প

 

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩২তম তিরোধান দিবসে বারদী শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রমে শারদাঞ্জলি ফোরামের সেবা ক্যাম্প…

আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ১৯ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ, ৩ জুন, ২০২২ খ্রিস্টাব্দ শুক্রবার শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩২তম তিরোধান দিবস উপলক্ষে শারদাঞ্জলি ফোরামের উদ্যোগে বিগত কয়েক বছরের ন্যায় এবারও বারদী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে অভিজ্ঞ ডাক্তার কর্তৃক বিনা মূল্যে চিকিৎসা সেবা, খাবার স্যালাইন, বিশুদ্ধ খাবার জল, লেবুর শরবত, শ্রীমদ্ভগবদগীতা দান এবং অন্যান্য সেবাদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সেবা ক্যাম্প সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অদ্য ২৭ মে, ২০২২ ইং শুক্রবার শারদাঞ্জলি ফোরামের উদ্যোগে নারায়ণগঞ্জ মহানগরে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শ্রী লিটন চন্দ্র পাল এর সভাপতিত্বে
একটি সভার আয়োজন করা হয়৷ সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক নিন্মলিখিত সারথিদের সমন্বয়ে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়ঃ

আহবায়কঃ শ্রী লিটন ভৌমিক
সদস্য সচিবঃ শ্রী বিনোদ দাস

সদস্যঃ

১) শ্রী রতিস দাস
২) শ্রী রামপ্রসাদ সরকার
৩) শ্রী রাজিব দাস
৪) শ্রী ভক্ত দাস
৫) শ্রী সুজন মল্লিক
৬) শ্রী শিপলু মোদক
৭) শ্রী ইন্দ্রজিৎ রায়
৮) শ্রী তাপস ধর
৯) শ্রী জনি বনিক

সেবা ক্যাম্প পরিচালনার সার্বিক তত্ত্বাবধানে থাকবেন শারদাঞ্জলি ফোরাম নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শ্রী আশীষ কুমার দাস এবং সাধারণ সম্পাদক শ্রী উৎপল কুমার সাহার নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা, বন্দর উপজেলা এবং সোনারগাঁও উপজেলার সারথিবৃন্দ। সেবা ক্যাম্প পরিচালনায় পূর্ণ সহযোগিতা করবেন শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটি। এছাড়াও বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে আগত শারদাঞ্জলি ফোরামের সারথিবৃন্দ সেবা ক্যাম্পে সানন্দে অংশগ্রহণ করতে পারবেন।

শারদাঞ্জলি ফোরামের সারথিবৃন্দ সহ শুভাকাঙ্খীদের কাছে সবিনয় অনুরোধ- আমাদের এই সেবা কার্যক্রমে সহযোগিতা করে মানবতার সেবায় আপনিও অংশীদার হতে পারেন। আপনাদের দানকৃত প্রণামী সাদরে গৃহীত হবে। যারা প্রণামী পাঠাতে চান, তারা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী লিটন চন্দ্র পাল এর বিকাশ নং: ০১৭১৩০৩৪৮৩৮ এ প্রণামী পাঠিয়ে সংগে সংগে তাকে ঐ নাম্বারে ফোনে এবং ফেসবুক ম্যাসেঞ্জারে ম্যাসেজ করে জানিয়ে দেবেন। সভাপতি বাবুল চন্দ্র পাল ০১৭৫৬৪২০০৯০ নাম্বারে জানিয়ে দিবেন।

সবার সার্বিক সহযোগিতায় শারদাঞ্জলি ফোরামের সকল মানবিক ও ধর্মীয় কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আমাদের বিশ্বাস।

জয় বাবা লোকনাথ, জয় শারদাঞ্জলির জয়, জয় হোক মানবতার।

বাবুল চন্দ্র পাল
সভাপতি

লিটন চন্দ্র পাল
সাধারণ সম্পাদক
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি

 

 

 

Print Friendly, PDF & Email

Raj Mondol

নমস্কার সকলকে শারদাঞ্জলি ফোরাম পরিবারের পক্ষ থেকে। আমি রাজ মন্ডল শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্বে আছি।সকলের সহযোগিতা পেলে ওয়েবসাইট টি আরো তথ্যনির্ভর করতে পারবো আশাকরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »