শ্রী শ্রী দুর্গাপুজা উপলক্ষ্যে শারদাঞ্জলি ফোরাম কর্তৃক প্রস্তুতকৃত শারদাঞ্জলি টি-শার্ট

শ্রী শ্রী দুর্গাপুজা উপলক্ষ্যে শারদাঞ্জলি ফোরাম কর্তৃক প্রস্তুতকৃত শারদাঞ্জলি টি-শার্ট….
আজই টি-শার্ট সংগ্রহ করুন…..স্টক সীমিত

শারদাঞ্জলি ফোরাম–এর সারা দেশের সকল সারথিদের ও সনাতনীদের আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, ১৪২৫ বঙ্গাব্দে অনুষ্ঠিতব্য দুর্গোৎসব উপলক্ষ্যে শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয়-কমিটি -এর উদ্যোগে পঞ্চম বারের মত একটি আকর্ষণীয় টি-শার্ট শিগ্রই বের হচ্ছে। বাংলাদেশের প্রতিটি জেলায় আমরা টি-শার্ট দুর্গা পূজার একমাস পূর্বেই পৌঁছে দিতে দৃঢ় প্রতিজ্ঞ। প্রতিটি টিশার্ট দাম ১৫০ টাকা (কুরিয়ার খরচ ছাড়া)। আপনাদের অবগতির জন্যে জানাচ্ছি, যে কোন অর্ডার সর্বনিম্ন ১০ পিসের বেশী হলে কুরিয়ার খরচ আমরা বহন করবো।আমরা কোন ব্যবসার উদ্দেশ্যে নয়- শুধু মাত্র ফোরামের প্রচারণা এবং তরুণ প্রজন্মের প্রত্যাশা, আনন্দ ও আগ্রহকে আমরা প্রাধান্য দিয়েছি এবং টি-শার্ট প্রাপ্ত অর্থ শারদাঞ্জলি গীতা নিকেতন ও মানবিক কল্যাণমুখী কাজে ব্যয় করা হবে। টি-শার্ট বিতরণের জন্য প্রতিটি জেলায় আরো এক বা একাধিক প্রতিনিধি নিয়োগ দেয়া হবে।ইতিমধ্যে টি-শার্টের ডিজাইন প্রস্তুত করা হয়েছে, আগামী সপ্তাহে আমরা বিতরণ শুরু করবো। প্রতিটি জেলায় টি-শার্ট সময়মত এবং সুষ্ঠুভাবে পেতে চাইলে এখনি নিমোক্ত সারথিদের সাথে যোগাযোগ করুন।
শ্রী কার্তিক -০১৬৮৪১২০১৯৮( নারায়ণগঞ্জ)
শ্রী নিকেতন দে নিশাত – ০১৮৬৯৮১৮৫১৯( ঢাকা)

টিশার্ট অর্ডারের আগে যে কোন প্রকার লেনদেন এবং টিশার্ট ক্রয়ের টাকা অগ্রিম শ্রী নিকেতন দে নিশাত বিকাশ নং-০১৮৬৯৮১৮৫১৯( ব্যক্তিগত) অথবা শ্রী পলাশ নাথের বিকাশ নং- ০১৮৬৯৮১৮৫০৭( ব্যক্তিগত) নাম্বারে পাঠাবেন ও সাথে সাথে কল করে জানাবেন।এছাড়া কেন্দ্রীয় ভাবে অন্য কারো নাম্বারে লেনদেন করবেন না।

সার্বিক তত্বাবধানেঃ
শ্রী বাবুল চন্দ্র পাল-সভাপতি কেন্দ্রীয় কমিটি।
শ্রী লিটন চন্দ্র পাল-সাধারন সম্পাদক – কেন্দ্রীয় কমিটি।
শ্রী লোকনাথ ভৌমিক -সাংগঠনিক সম্পাদক-কেন্দ্রীয় কমিটি।

জয় শারদাঞ্জলির জয়
জয় হোক মানবতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *