স্বার্থিক পূজার গণসচেতনতা শারদাঞ্জলি ফোরাম।

মায়ের প্রতিমা মাতৃ রূপে প্রতিষ্ঠিত হোক ও স্বার্থিক পূজা হোক পূজার মুখ্য উদ্দেশ্য এটাই ছিলো আমাদের আবেদন। গত তিন বছর ধরে আমরা শারদাঞ্জলি ফোরামের পক্ষ থেকে দুর্গা পূজার আচার সংস্কার নিয়ে আন্দোলন করে যাচ্ছি।

আমাদের মত একটি সংঘটনের দ্বারা সারা দেশের পরিবর্তন আনা সম্ভব নয় চাই সকলের সহযোগিতা। প্রতিবছর দেখা যায় যার যেমন ইচ্ছে তেমন ভাবেই মায়ের প্রতিমাকে উপস্থাপন করছে, এতো আধুনিকতার ছোঁয়া লেগেছে যে মায়ের প্রতিমা না নায়িকা তা দেখে নিজেদের লজ্জা লাগে। ভিন্ন ধর্মী লোকদের হাসির
পাত্র হচ্ছে আমাদের পূজার মূল উদ্দেশ্য।রএকটি সন্মিলিত
আন্দোলন পারে সনাতনী সমাজের অবক্ষয় থেকে
জাতি কে মুক্ত করতে। মাত্রাতিক আলোকসজ্জা প্রতিমাকে কুরুচিপূর্ণ রূপে উপস্থাপন করাচ্ছে। পূজার নামে যুব সমাজে
চলছে সামাজিক অবক্ষয়। আপনার এলাকায় পুজাকে কেন্দ্র
করে এখন চলছে প্রতিমা তৈরির কাজ একবার ও কি খোঁজ
নিয়েছেন ?? কি হচ্ছে সেখানে!!!! আসুন আমাদের সাথে হাত মিলিয়ে প্রতিটি মন্দিরে পরিদর্শন করে পরিবর্তন করি।

সনাতনী সমাজ সংস্কারে আপনাদের পাশে আছি শারদাঞ্জলি
ফোরাম।

জয় শারদাঞ্জলির জয়।
জয় মানবতার জয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *