শারদাঞ্জলি ফোরাম সাতক্ষীরা প্রেস নোট।

শারদাঞ্জলি ফোরাম সাতক্ষীরা প্রেস
নোট।

📠
📠📠জেলা কমিটির সদস্যদের উপস্হিতি বাধ্যতা ★★★★
এতদ্বারা শারদাঞ্জলি ফোরাম সাতক্ষীরা
জেলা কমিটির সকল সদস্য ও সদস্যা এবং
সনাতনীকে জানানো যাচ্ছে যে ☎
শারদাঞ্জলি ফোরাম সাতক্ষীরার জেলা
কমিটির নিন্ম লিখিত বিষয়ে আলোচনা ও
সিদ্ধান্ত গ্রহনের জন্য আগামি ২২শে ডিসেম্বর
২০১৭ শুক্রবার সকাল ১১টায়🌼 স্হানীও
শ্রী শী জগন্নাথ মন্দির ঝাউডাংগাতে এক
গুরুত্বপূর্নো মতবিনিময় সভা ও মাসীক আলোচনা সভার আয়োজন করা
হয়েছে। উক্ত সভায় জেলা কমিটির সকলের উপস্হিতি
একান্ত কাম্য।।
২০১৭ সালের ১০ম অধীবেষনের আলোচনার
বিষয় নিন্মলিখিত। এবং ২০১৭ সালের সর্বসেষ আলোচনা সভা ও ২০১৮ সালের কার্য পরিকল্পনা তুলে ধরা।।।
তারিখ:২২শে ডিসেম্বর শুক্রবার।
স্হান:শ্রীশ্রী জগন্নাথ দেবের মন্দির,ঝাউডাংগা,
সাতক্ষীরা।
বিষয় বস্তু সমুহ:
১.এ পর্যন্ত জেলা কমিটির সকল হিসাব নিকাষ,ও যৌথ ব্যাংক এ্যাকাউন্ড খোলা।
২.নতুন গীতা নিকেতনের শুভ সুচনা সহ নতুন বছরে প্রস্হাবিত গীতানিকেন সম্পর্কে ও শক্তিশালি গীতা অডিট টিম গঠন করা এবং ৩মাস অন্তর শিক্ষক প্রশিক্ষনের ব্যাবস্হা করা।
৪.গঠনতন্ত্র ভালো করে ফলো করা ও জেলা কমিটির কিছু রতবদল করা,ও সাধারন সম্পাদক প্রসংগে সকলের মতামত ও তাহার মতামত এবং সেচ্চায় পদত্যাগ প্রসংগে ও নতুনের অভিষেক।
৫.তির্থ যাত্রা প্রসংগে।
৬.কেন্দ্র কমিটির ত্রীবার্ষিক সম্মেলন সম্পর্কে।
৭.২০১৮ সালের পরিকল্পনা গুলি প্রনয়ন ও সিদ্ধান্ত
৮.গীতা চাম্পিয়শীপ অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা প্রসংগে
৯.ফান্ড গঠন
১০.থানা কমিটি হিসাবে আন্তপ্রকাশ।

বিদ্র:সকল স্তরের সারথি,ও গীতা গীতানিকেতনের শিক্ষক সহ সনাতনীদের উপস্হিতি একান্ত কাম্য ও বাধ্যতা মুলোক।
★দৃষ্টি আকর্ষন:কোনো সারথি নতুন কোনো এজেন্টা যুক্ত করতে ২০তারিখের আগে এখানে অথবা ০১৭০৯৮৬৫৫০১ নম্বরে জানাবেন।

তথ্যটি সকলে প্রচার করবেন ও মতামত প্রকাশ করে সহযোগীতা করবেন।
শুভেচ্ছান্তে
ডাঃ রবিন্দ্রনাথ মন্ডল ০১৭১৪৭৪০৪৯১
সভাপতি
শারদাঞ্জলি ফোরাম সাতক্ষীরা।
প্রচারে:জেলা সারথি বৃন্দ।
বিদ্র:কোন সারথি নতুন কোন এজেন্টা যুক্ত করতে আগে হতে জানাবেন।বা কল করবে:০১৭০৯৮৬৫৫৮৬
বিশেষ অনুরোধ : যাদের কাছে গীতা নিকেতনের লিষ্ট আছে জমা দিবেন উক্ত দিন,আর যাদের কাছে চাদা বাকি আছে সাথে আনবেন।
www.sharodanjoli.com
Sharodanjoli – সনাতনী সেতুবন্ধনে কৃষ্টি,সংস্কৃতি, সত্য ও শান্তির অন্বেষণে তারুণ্যের অভিযাত্রা
সনাতনী সেতুবন্ধনে কৃষ্টি,সংস্কৃতি, সত্য ও শান্তির অন্বেষণে তারুণ্যের অভিযাত্রা
sharodanjoli.com

www.sharodanjoli.com
sharodanjoli.com

 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »