শারদাঞ্জলি ফোরাম রংপুর বিভাগীয় আহবায়ক কমিটি ও রংপুর জেলা শাখার যৌথ উদ্যোগে সভা

শারদাঞ্জলি ফোরাম রংপুর বিভাগ

বিষয়ঃ মে ২৬, ২০১৭ তারিখে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী।

received_1899322523686745 received_1899322417020089

আজ মে ৩১, ২০১৭ ইং শুক্রবার সকাল ১২ঃ০০ টায় শারদাঞ্জলি ফোরাম রংপুর বিভাগীয় আহবায়ক কমিটি ও রংপুর জেলা শাখার যৌথ উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিটির সম্মানিত আহবায়ক শ্রী অবিনাশ রায়। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন শ্রী সাগর সমরেশ দাস।

সঞ্চালক শ্রী সাগর শ্রী সাগর সমরেশ দাস উপস্থিতিত সকল সারথিকে স্বাগতঃ জানিয়ে আজকের জরুরী সভার কার্যপ্রণালিসমূহ উত্থাপন করেন। তারই ধারাবাহিকতায় কার্যপ্রণালিসমূহ নিয়ে দীর্ঘ আলোচনা হয় এবং কার্যপ্রণালির আলোকে আলোচনা শেষে নিন্মোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয় ঃ

 

সভার প্রারম্ভে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সীমান্ত কুমার সেন গীতা পাঠ করেন।

 

সভার কার্যবিরণী নিয়ো আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণঃ

 

গত বছরের বিভিন্ন কার্যক্রম নিয়ে অদ্যকার সভায় বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে উপস্থিত সারথিদের সর্বসম্মত সিন্ধান্ত মোতাবেক গত সভার কার্যবিবরণী অনুমোদিত হয়।

 

প্রথমে স্বাগত বক্তব্য প্রদান করেন শারদাঞ্জলি ফোরাম রংপুর এর বিভাগীয় আহবায়ক শ্রী অবিনাশ রায়। তিনি উপস্থিত সকল সারথিকে সভায় আসার জন্য ধন্যবাদ জানান এবং সভায় গঠনমূলক আলোচনা ও সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে উপস্থিত সারথিদের সহযোগিতা কামনা করেন। এছাড়া উপস্থিত সম্মানিত সারথিদের বক্তব্য প্রদান করেন। এরপর সবার সহযোগীতা নিয়ে রংপুর জেলা শাখার

শ্রী সাগর সমরেশ দাস কে আহবায়ক ও দিপু রায় কে সদস্য সচিব করে আহবায়ক কমিটি ঘোষণা করেন।

এবং আগামী ২ মাসের মধ্যে রংপুর জেলা শাখার পূর্ণাজ্ঞ কমিটি ঘোষণা করার আদেশ প্রদান করেন।

 

অবিনাশ রায়

আহবায়ক

শারদাঞ্জলী ফোরাম রংপুর বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *