ম্যাগাজিন

শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটি

প্রেস বিজ্ঞপ্তি

FB_IMG_1472662302139

আগস্ট ৩১, ২০১৬

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ১৪২৩ বঙ্গাব্দে অনুষ্ঠিতব্য দুর্গোৎসব উপলক্ষ্যে শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটির-এর উদ্যোগে তৃতীয় পূজাসংখ্যা “শারদাঞ্জলি ম্যাগাজিন” প্রকাশ হতে যাচ্ছে। আর এই জন্যে আজ ছিল লেখা পাঠানোর শেষ দিন কিন্তু বেশ কিছু সারথির অনুরোধে লেখা পাঠানোর সময় আগামী ০৭/০৯/২০১৬ রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।আপনাদের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে বর্তিত সময়ের পর আর কোন লেখা গ্রহন করা হবে না বা সময় বাড়ানো হবে না।কারন আমরা দুর্গা পূজার পূর্বেই বাংলাদেশের প্রতিটি জেলায় এবং বাংলাদেশের বাইরে ম্যাগাজিন পৌঁছে দিতে দৃঢ় প্রতিজ্ঞ। এজন্য আমরা কাজ শুরু করেছি। ইতি মধ্যে বেশ কিছু লেখা আমাদের হাতে আসে পৌঁছেছে।আমরা যাচাই বাচাই করে সেগুলো ছাপানোর জন্যে রেডি করছি। ম্যাগাজিনে.লেখা পাঠানোর সময় নিমোক্ত শর্তাবলী অনুসরণ করতে হবেঃ

১) প্রত্যেকে নিজ দায়িত্বে কম্পিউটারে কম্পোজ করে Microsoft Word এ SutonnyMJ font এ টাইপ করে attached ফাইলে sarodanjoli@gmail.com অথবা sarod.onjoli1@gmail.com এই দুইটার যেকোন একটি অথবা দুটো ইমেইল ঠিকানায় পাঠানো যাবে। লেখার সাথে প্রত্যেকের নাম এবং ঠিকানা দিতে হবে। মোবাইলে টাইপ করা বা অভ্র ফন্টে টাইপ করা কোন লেখা গ্রহণ করা হবে না। কারণ যে সফটওয়ারে লেখাগুলো ট্রান্সফার করা হবে, সেই সফটওয়ারে মোবাইলে বা অভ্র ফন্ট এ লেখা কাজ করবে না।

২) “পূজোর কবিতা সম্ভার” নামে ম্যাগাজিনে কয়েক পৃষ্ঠা বরাদ্ধ থাকবে। সেখানে ছন্দময় এবং আকর্ষণীয় পূজার কবিতা থাকবে। সারথিরা নিজের মেধানুযায়ী পূজার কবিতা লিখে পাঠাবেন। কিন্তু কেউ অন্য কোন ম্যাগাজিন থেকে কপি করা কবিতা পাঠালে সেটা ছাপানো হবে না। যেহেতু আমাদের শক্তিশালী একটি কমিটি আছে- তাই নকল কবিতা আমরা সহজেই সনাক্ত করতে পারবো।

৩) দুর্গাপূজা সংশ্লিষ্ট, ধর্ম এবং সামাজিক প্রেক্ষাপট নিয়ে লেখার ক্ষেত্রেও সবাই নিজস্ব মেধাকে কাজে লাগিয়ে লেখা পাঠাবেন। ওয়েব-সাইট এবং বিভিন্ন ধর্মীয় পেজগুলোতে অসংখ্য ধর্মীয় লেখা আছে। সেখান থেকে লেখার জন্য রেফারেন্স হিসেবে কিছু তথ্য নেয়া যাবে, কিন্তু ওয়েব-সাইট এবং ধর্মীয় পেজের অবিকল কোন লেখা নকল করে পাঠালে সেটা ছাপানো হবে না।

FB_IMG_1472662304739 FB_IMG_1472662302139

জয় সনাতন ধর্মের জয়, জয় শারদাঞ্জলি জয় এবং জয় মানবতার জয়।

পলাশ চন্দ্র নাথ

মুখপাত্র শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটি।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »