শারদাঞ্জলি গীতা শিক্ষা পরিচালনা বোর্ড

new-sharodajoli-2sec

শারদাঞ্জলি ফোরাম… সনাতন সমাজে তরুণের অভিযাত্রার অন্যতম নাম!!
মানবতার জয়গানকে মূখ্য রেখে সনাতনী সেতুবন্ধনে ও কুসংস্কারমুক্ত প্রকৃত জ্ঞানের আলোয় আলোকিত সনাতনী সমাজ গড়ার প্রত্যয়ে বাংলাদেশের প্রায় ৩৫ টি জেলায় কাজ করে যাচ্ছে অসংখ্য সারথিরা…
বাংলাদেশ পেরিয়ে বিশ্বের প্রায় ৫টি দেশে এই সংগঠনের সারথি রয়েছে।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী শ্রীমদভগবদগীতা বিশ্বের অন্যতম মানবতাবাদী ধর্মগ্রন্থ হিসেবে স্বীকৃত।
সেই শ্রীমদ্ভগবতগীতার গীতার জ্ঞান প্রতিটি দ্বারে দ্বারে পৌছিয়ে দিতে বিগত বছরে ‪#‎শারদাঞ্জলি‬ ফোরাম এক অবিশ্বাস্য ভূমিকা পালন করে চলেছে!!!
বাংলাদেশের বুকে এইটিই মনে হয় প্রথম কেন্দ্রিয়ভাবে কোন সংগঠন প্রতিটি গীতাস্কুলে বিনামূল্য প্রতিটি ছাত্র-ছাত্রীকে গীতা, স্ট্যান্ড, খাতা, কলম, ওয়াইট বোর্ড, মার্কার, ডাস্টার, ব্যানার প্রদান করে চলেছে..
এখন পর্যন্ত বাংলাদেশের প্রায় ১৫টি জেলায় #শারদাঞ্জলি ফোরাম কর্তৃক প্রতিষ্ঠিত গীতা শিক্ষা নিকেতন বিদ্যমান।
উল্লেখ্য যে, প্রায় ৫০০০ জন ছাত্র-ছাত্রী ফোরাম কর্তৃক প্রতিষ্ঠিত গীতা শিক্ষা নিকেতন এ গীতা শিক্ষা গ্রহন করছে।
মাত্র বছরে এইটুকু আমাদের জন্য বিরাট অর্জন!
বিগত কিছুদিন আগে ‪#‎শারদাঞ্জলি_ফোরাম_কুয়েত_কমিটি‬ কর্তৃক ১,০০,০০০ টাকা অনুদান প্রদান করা হয় যা দিয়ে নিতাই সরকার কর্তৃক সারা বাংলাদেশে গীতা শিক্ষা নিকেতনগুলোতে বিনামূল্য গীতা, খাতা, কলমসহ যাবতীয় উপকরণ সরবরাহ করা হয়।
সারা বাংলাদেশে এই গীতা নিকেতনগুলোর শিক্ষার মান উন্নতকরণ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্রিয় কমিটির অনুমোদনে ‪#‎শারদাঞ্জলি_গীতা_শিক্ষা_পরিচালনা_বোর্ড‬ গঠন করা হয়। এই বোর্ড পরিচালনার মূল দায়িত্ব অর্পিত হয় মহাসচিব ও নির্বাহী সচিব এর উপর এবং বাংলাদেশের ৮টি বিভাগে বিভাগীয় প্রতিনিধি দ্বারা প্রতিটি বিভাগের গীতা শিক্ষা নিকেতন পরিচালনা করা হয়। শারদাঞ্জলি গীতা শিক্ষা পরিচালনা বোর্ড আগামী মাসের মধ্যেই বোর্ড কর্তৃক প্রকাশিত “শ্রীমদ্ভগবতগীতা” প্রকাশ করতে যাচ্ছে যা বোর্ড কর্তৃক প্রতিষ্ঠিত ও নিয়ন্ত্রিত গীতা শিক্ষা নিকেতনগুলোতে বিনামূল্য শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য।
কয়েকমাসের মধ্যে একটি সিলেবাস প্রনয়ন করা হবে যার মধ্যে ২বছর মেয়াদী পূর্ণাঙ্গ গীতার ১৮ অধ্যায়ের উপর কোর্স প্রদান করা হবে।
পরের পোস্টে বিভাগীয় প্রতিনিধিদের নামসহ পোস্ট প্রদান করবো।
★প্রকৃত মানবিক শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে ও আপনার এলাকায় গীতা শিক্ষা নিকেতন প্রতিষ্ঠা করতে আজই যোগাযোগ করুন।

পিয়াল শর্ম্মা
নির্বাহী সচিব
শারদাঞ্জলি গীতা শিক্ষা পরিচালনা বোর্ড

প্রচার সম্পাদক
শারদাঞ্জলি ফোরাম, কেন্দ্রিয় কমিটি।
মোবাইল নং- 01861-264306
★★★ সকল সারথিদের যার যার টাইমলাইনে পোস্ট ও শেয়ার করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।
জয় শারদাঞ্জলির জয়
জয় গীতা।

brahma-and-narada-lg-300x375

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »