কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্য ত্রাণ সহায়তা দিয়েছে শারদাঞ্জলি ফোরাম

13892234_1059946977427895_4630196295469967425_n

মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী আমাদের প্রাণপ্রিয় সারথি পল্লব সরকার আজ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী পুলক চক্রবর্তীর নিকট বন্যাদুর্গতদের জন্য ৩৯ হাজার টাকা অনুদান পাঠিয়েছে। শারদাঞ্জলি ফোরামের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

জয় শারদাঞ্জলির জয়, জয় হোক মানবতার।

সভাপতি

বাবুল চন্দ্র পাল

13880359_916806005115542_5660124601538919189_n

13962656_918148944981248_4013438206244575888_n13886509_918148831647926_2588658914749330694_n13895205_918148684981274_1238421102906305720_n13891975_915529751909834_2419409132605571197_n

 

শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটি কৃর্ত্ক অথায়নে
শারদাঞ্জলী ফোরাম রংপুর এর পক্ষে থেকে কুড়িগ্রাম চিলমারি অর্বহেলিত জনপদ য়ে এই খুদ্র চাওয়া নিয়ে উপস্তিত হই। বাসন্তী গ্রামে এতে ৩১ পরিবারকে নগত ৫০০ টাকা করে অনুদান দেওয়া হয় তারপরে যাএা শুরু করি চাপানি ডিমলা আর্থিক সহতা হিসেবে নগত ৫০ জনকে ৫০০ টাকা করে বন্যা পিরিত এলাকায় পরিদর্শন ও নগত টাকা প্রদান করা হয়।
আজকের এান সহতায় উপস্তিত ছিলেন কেন্দ্রীয় কমিটির।
শ্রী- কল্লোল রায়( দপ্তর সম্পাদক)
আরও উপস্তিত ছিলেন
রংপুর। শারদাঞ্জলি ফোরাম রংপুর মহানগর
আহ্বাহক কমিটির>
শ্রী অবিনাশ রায়(প্রভাষক)
শ্রী গৌতম রায়
শ্রী সনজয় সরকার (জয়)
শ্রী জয় বন্ধু রায়( শিক্ষক)
শ্রী সিমান্ত কুমার( সেন)
শ্রী কৃষ্ণ কমল( বর্মন)
শ্রী আপন রায়( সবুজ)

আমাদের কে যিনি ব্যানার দিয়ে সাহায্য করেছেন ঠাকুরগাও থেকে।
শ্রী সিপেন কুমার( সেন)
এবং পরিশেষে বলতে চাই অাজকে সফর সংগি হিসেবে যারা ছিলেন তাদের কে আমার পক্ষে থেকে শুভেচ্ছা ও অভিন্দন জানাই।

REPORT – আপন রায় সবুজ

13900120_1737992186418504_2209578696295552520_n 13938627_1737992099751846_4255900631618894453_n 13907131_1737992009751855_9117959825085637493_n

13912785_1059947024094557_7381846107380830626_n

মানুষ মানুষের জন্য

শারদাঞ্জলি ফোরামের উদ্যোগে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কল্লোল রায় সহ রংপুরের সারথিরা কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ ৩১ পরিবারের মধ্য নগদ ৫০০ টাকা করে ত্রাণ সহায়তা দিয়েছে। সহায়তা দেবার জন্য রংপুরের আরেক জেলার উদ্দেশ্য যাত্রা করেছে। জয় শারদাঞ্জলির জয়, জয় হোক মানবতার।

Report

বাবুল চব্দ্র পাল
সভাপতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *