আপনার সন্তানকে গীতা নিকেতনে পাঠান- গীতা শিক্ষা দেয়ার দায়িত্ব আমাদের

আপনার সন্তানকে গীতা নিকেতনে পাঠান- গীতা শিক্ষা দেয়ার দায়িত্ব আমাদের

বর্তমানে বাংলাদেশের ৩৫টি জেলায় ২২৫ টি গীতা নিকেতনে শারদাঞ্জলি ফোরামের উদ্যোগে গীতা শিক্ষা এগিয়ে যাচ্ছে। প্রতি মাসেই নতুন নতুন জেলায় গীতা শিক্ষা সম্প্রসারিত হচ্ছে। গতকাল ২৮ ডিসেম্বর, ২০১৮ তারিখ শুক্রবার শারদাঞ্জলি ফোরাম নীলফামারী সদর উপজেলায় টেপো শুড়িপাড়া গীতা নিকেতনে একঝাঁক শিশু-কিশোরকে গীতা শিক্ষা দিচ্ছেন শারদাঞ্জলি ফোরাম নীলফামারী জেলার নিবেদিতপ্রাণ সারথি সাবিত্রী রানী রায়। সাবিত্রী রায়ের জন্য আমার শুভকামনা রইলো। এভাবেই সারা বাংলাদেশে গীতার আলোয় আলোকিত হচ্ছে সনাতনী নতুন প্রজন্ম। জয় গীতা, জয় শারদাঞ্জলির জয়, জয় হোক মানবতার।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »