শারদাঞ্জলি ফোরাম চট্টগ্রাম, মহানগর ও মাতৃশক্তি ইউনিটের চট্টগ্রাম, এর পক্ষ পুস্পিতা গুপ্তকে সংবর্ধনা সভা

চট্টগ্রামে নিহত ১০ জনের স্মরনে লন্ডন থেকে আগত ” আন্তর্জাতিক সম্পাদক, ঘাতক দালাল নির্মূুল কমিটির মিসেস পুস্পিতা গুপ্ত ,কে ” শারদাঞ্জলি ফোরাম চট্টগ্রাম, মহানগর ও মাতৃশক্তি ইউনিটের চট্টগ্রাম, এর পক্ষ থেকে ফোরামের প্রতিষ্টাতা মাস্টার অজিত কুমার শীলের সভাপতিত্বে এক ” সংবর্ধনা সভা ” ফোরামের কার্যালয়ে অনুষ্টিত হয়। উদ্ভোদক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ভারতবন্দ্বু উপাধিপ্রাপ্ত জনাব হায়দার আলী চৌধুরী। সভা অরুন বিকাশ তরুনের সন্চালনায় কবিয়াল কলপতরু ভট্টচার্য্য, মানস পাল চৌধূরী,মিলন রুদ্র, সুমন সর্মা, শ্রীহরি দাশ, যদুলাল সিংহ, কমলেন্দু শীল,রুপন নাগ, অধ্যাপক অপর্ণা বিশ্বাস, তপু বল, সহ প্রমুখ। সভায় প্রয়াত ১০ জনের বিদেহী আত্মার সদগতি কামনা হয়। প্রধান অতিথি তাদের,বাসভবনে গিয়ে সহমর্মিতা প্রকাশ সহ রেখে যাওয়া পরিবার পরিজনের সাথে সাক্ষাৎ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভায় ফোরামের প্রধান উপদেষ্টা বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব শ্রী মিলন সর্মা মহোদয়কে মানবাধিকার নেএী মহোদয়ের উপস্হিতির খবরটুকু আমাদেরকে জানানোর জন্য ধন্যবাদ গেয়াপন করা হয়। তারিখ -২১.১২.২০১৭ খ্রিঃ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *