নিলফামারী জেলায় ১২তম শারদাঞ্জলি গীতা নিকেতন উদ্বোধন

শারদাঞ্জলি ফোরাম এর উদ্যোগে নিলফামারী সদর উপজেলায় গতকাল ১৪ ডিসেম্বর, ২০১৮ ইং শুক্রবার ২টি গীতা নিকেতন উদ্বোধন করা হয়। দুপুর ১২ টায় পশ্চিম টেপো শুড়িপাড়া শারদাঞ্জলি গীতা নিকেতন এবং বিকেল ৪ টায় ডাক্তারপাড়া শারদাঞ্জলি গীতা নিকেতন উদ্বোধন করা হয়।

টেপো শুড়িপাড়া গীতা নিকেতন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন রংপুর জেলা কমিটির সারথি মিলন চন্দ্র রায়, স্বপন চন্দ্র দাস,বুলেট চন্দ্র রায় ও যুগ্ম-সমন্বয়ক রাজেশ চন্দ্র রায়, নীলফামারী শারদাঞ্জলি ফোরামের আহ্বায়ক সুশান্ত সরকার, অবিনাশ চন্দ্র রায়, প্রাক্তন সারথি, কেন্দ্রীয় কমিটি, শিমুল চন্দ্র রায়, যুগ্ম আহ্বায়ক, পরিতোষ চন্দ্র রায়, সরাথি, কেন্দ্রীয় কমিটি ও যুগ্ম সদস্য সচিব, নীলফামারী আহ্বায়ক কমিটি, মানিক চন্দ্র রায়, মিঠুন চন্দ্র রায়, শরৎ চন্দ্র রায়, সুজন চন্দ্র রায়,কিশোর চন্দ্র রায়, পরিতোষ চন্দ্র রায়, তুষার চন্দ্র রায়, খগেন চন্দ্র রায়, পলাশবাড়ি। আরো উপস্হিত ছিলেন বাবুল চন্দ্র সিংহ, বি, এস, সি শিক্ষক পঞ্চপুকুর বালিকা বিদ্যালয়, সভাপতিত্ব করেন ডা : করুনাকান্ত রায়। অনুষ্ঠানে বিপুলসংখ্যক গীতা শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

ডাক্তার পাড়া গীতা নিকেতন উদ্বোধনী অনুষ্ঠানে শারদাঞ্জলি ফোরামের উপরোক্ত সারথি সহ উপস্থিত ছিলেন গজেন্দ্র নাথ রায়,প্যাথলজি বিভাগ, নীলফামারী সদর হাসপাতাল, সুভাস চন্দ্র রায়, প্রধান শিক্ষক,কানিয়ালখাতা দ্বিমুখি উচ্চ বিদ্যালয়। সভাপতিত্ব করেন ডাঃ ধীরেন্দ্র নাথ রায়। এছাড়া টেপোশুড়ি পাড়ার গীতা শিক্ষক সাবিত্রী রানী রায় এবং ডাক্তার পাড়ায় গীতা শিক্ষক প্রশান্ত চন্দ্র রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দুটো উদ্বোধনী অনষ্ঠানে গীতা পাঠ করেন শ্রী পরিতোষ চন্দ্র রায়, সঞ্চালকের দ্বায়িত্বে ছিলেন তরুণ সারথি শরৎ চন্দ্র রায়।

এভাবেই শারদাঞ্জলি ফোরাম সনাতনী নতুন প্রজন্মকে ধর্মীয় শিক্ষা এবং মানবিক মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে সারাদেশে কাজ করে যাচ্ছে। জয় গীতা, জয় শারদাঞ্জলি ফোরামের জয়, জয় হোক মানবতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *