২টি “শারদাঞ্জলি গীতা নিকেতন” এর শুভ উদ্বোধন

হাওড় অঞ্চল খালিয়াজুরিতে শারদাঞ্জলি ফোরাম এর

412

3FB_IMG_1468335669110

২টি “শারদাঞ্জলি গীতা নিকেতন” এর শুভ উদ্বোধন

 

গত ৮ই জুলাই ২০১৬ইং তারিখ রোজ শুক্রবার শারদাঞ্জলি ফোরাম ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে নেত্রকোণা জেলার খালিয়াজুরি উপজেলার নয়াগাঁও গ্রামে তথা হাওড় অঞ্চলে ২টি “শারদাঞ্জলি গীতা নিকেতন” এর শুভ উদ্বোধন করেন শারদাঞ্জলি ফোরাম ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী নিশিকান্ত তালুকদার। উক্ত গীতা নিকেতন উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়ক ও ময়মনসিংহ মহানগর শাখার সদস্য সচিব শ্রী রূপন দাস।

 

শারদাঞ্জলি গীতা নিকেতন উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনাসভায় বক্তব্য রাখেন সারথিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী কৃপাসিন্ধু ভট্টাচার্য্য, রবীন্দ্র সরকার, কবিরঞ্জন ভট্টাচার্য্য, রাখেশ সরকার সহ আরো অনেকে।

 

উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনাসভা শেষে ৬০ জন সনাতন ধর্মালম্বী শিক্ষার্থীদের মাঝে শ্রীমদ্ভগবদগীতা, খাতা, কলম শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *