শারদাঞ্জলি মালদ্বীপ কমিটি

13626563_1060961570659769_714021719277729115_nপ্রেস বিজ্ঞপ্তিঃ
০৬/০৮/২০১৬ ইং
স্থানঃ চায়না অফিস সংলগ্ন ।
মালে,মালদ্বীপ।

আমরা অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে, শারদাঞ্জলি ফোরাম-এর উদ্যোগে বহু প্রতীক্ষার পর মালদ্বীপে বসবাসরত শারদাঞ্জলির সারথিদের নিয়ে গতকাল সাধারণ সভার মাধ্যমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।আমরা কেন্দ্রীয় কমিটির সকল সদস্যের পক্ষ থেকে নবগঠিত আহ্বায়ক কমিটিকে জানাই কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা।আমরা আশা করি ফোরামের সাথে যুক্ত হওয়া শারদাঞ্জলি মালদ্বীপ কমিটি ধর্মীয় ও মানবিক কাজকে আরো গতিশীল করবে।
নবগঠিত আহ্বায়ক কমিটির তালিকা নিন্মরুপঃ

১) শ্রী শিপন চন্দ্র দে – প্রধান আহ্বায়ক। 13920256_1314287371929841_1431634794281420697_o
২) শ্রী চন্দন সাহা – যুগ্ম আহ্বায়ক ।
৩) শ্রী নিখিল দাস – যুগ্ম-আহ্বায়।
৪) শ্রী শুভ বিশ্বাস – সদস্য সচিব ।
৫) শ্রী স্বপন মহানায়েক – যুগ্ম-সদস্য সচিব ।
৬) শ্রী নিহার রঞ্জন বিশ্বাস – সদস্য ।
৭) শ্রী ঝন্টু বর্মন – সদস্য ।
৮) শ্রী পলাশ দাস – সদস্য ।
৯) শ্রী বিদ্যুৎ কুমার সুশীল – সদস্য।
১০) শ্রী নকুল কুমার দাস- সদস্য।
জয় সনাতন ধর্মের জয়, জয় মানবতার জয়, জয় শারদাঞ্জলি ফোরামের জয়।

Report Palash Nath

পলাশ চন্দ্র নাথ
সভাপতির মুখপাত্র কেন্দ্রীয় কমিটি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *