শারদাঞ্জলি ফোরাম সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা কমিটি

13939545_1315191411839437_1940347838757364160_n

শারদাঞ্জলি ফোরাম সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা কমিটি গঠনঃ

“মঙ্গল আলোয় আলোকিত হউক মানব জীবন “এই শ্লোগান নিয়ে এগিয়ে যাওয়া সংগঠন। শারদাঞ্জলি ফোরাম সন্দ্বীপ শাখার বিস্তিতি ঘটানোর লক্ষ্যে মাইটভাঙ্গা ইউনিয়ন কমিটি গঠন সম্পন্ন হয়েছে গত ৫ এ আগষ্ঠ। কমিটি গঠন উপলক্ষে সন্দ্বীপ মাইটভাঙ্গা নীল কন্ঠ কালীবাড়িতে আয়োজিত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা কমিটির সভাপতি রবি মজুমদার, সাধারন সম্পাদক বাদল রায় স্বাধীন, সহসভাপতি ডাঃ পুষ্পেন্দু মজুমদার, সহসভাপতি ইন্দজিত রায়, প্রধান সমন্বয়ক লক্ষন চন্দ্র শীল( যাদব) ওখোকন চৌধুরি।
সভায় বক্তারা বলেন সনাতনী সেতু বন্ধনে কৃষ্টি, সংস্কৃতি, সত্য ও শান্তির অন্বেষনে তারুন্যের এ অভিযাত্রায় আজ যারা সম্পৃক্ত হবেন তারা সমাজের প্রকৃত মঙ্গলার্থে কাজ করে যাবেন। মনে রাখতে হবে এটি একটি অরাজনৈতিক,সামাজিক ও মানবতা বাদী সংগঠন। সুতারাং মানব কল্যানই হবে আপনাদের প্রধান ব্রত।
আলোচনা সভা শেষে প্রদীপ ঘোষকে সভাপতি ও দিপাকর আচ্যার্য কে সম্পাদক, প্রধান সমন্নয়ক উজ্জল সূত্রধর ও মিঠু ঘোষকে অর্থ সম্পাদক উজ্জল সূত্রধরকে সাংগঠনিক সম্পাদক করে মোট ২১ সদস্য বিশিষ্ট একটি পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
জয় শারদাঞ্জলির জয়
জয় মানবতার জয়।
কপি পোষ্টঃ Pushpendu Mojumder

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *