শারদাঞ্জলি ফোরাম কালাপানিয় ইউনিয়ন কমিটি

“মঙ্গল আলোয় আলোকিত হউক মানব জীবন “এই শ্লোগান নিয়ে এগিয়ে যাওয়া সংগঠন। শারদাঞ্জলি ফোরাম সন্দ্বীপ শাখার বিস্তিতি ঘটানোর লক্ষে কালাপানিয়া ইউনিয়ন কমিটি গঠন করার জন্য দশ জনকে নির্বাচিত করা হয়েছে। ৮ এ জুলাই কমিটি গঠন উপলক্ষে সন্দ্বীপ কালাপনিয়া যুগল কৃষ্ণ মন্দির প্রাঙ্গণ আয়োজিত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা কমিটির সভাপতি রবি মজুমদার, সহ সভাপতি ডা:পুষ্পেন্দু মজুমদার, সাধারন সম্পাদক কবি বাদল রায় স্বাধীন,সহ সাংগঠনিক সম্পাদক- মিঠুন মজুমদার, সহ অর্থ সম্পাদক- কাঞ্চন মজুমদার, প্রবাসী কল্যান সম্পাদক -অমল সূত্রধর, শিক্ষা ও সমাজ কল্যান সম্পাদক -মাঃ তপন মজুমদার, সন্তোষপুর ইউনিয়ন কমিটির সিনিয়র সভাপতি হেঁজো রাম মজুমদার, আমানউল্ল্যা ইউনিয়ন কমিটির প্রচার সম্পাদক- উদয় শীল,কালাপানিয়া যুগল কৃষ্ণ মন্দির মহোৎসব কমিটির সাধারন সম্পাদক অশোক চৌধুরি।

FB_IMG_1499565177195

ডা:পুষ্পেন্দু মজুমদারের সঞ্জালনায় সবার শুরুতে পবিত্র গীতা পাঠ করেন ডাঃ পুষ্পেন্দু মজুমদার, সভার সভাপতিত্ব করেন শ্রী রবি মজুমদার।

 

সভায় বক্তারা বলেন সনাতনী সেতু বন্ধনে কৃষ্টি, সংস্কৃতি, সত্য ও শান্তির অন্বেষনে তারুন্যের এ অভিযাত্রায় আজ যারা সম্পৃক্ত হবেন তারা সমাজের প্রকৃত মঙ্গলার্থে কাজ করে যাবেন। মনে রাখতে হবে এটি একটি অরাজনৈতিক,সামাজিক ও মানবতা বাদী সংগঠন। সুতারাং মানব কল্যানই হবে আপনাদের প্রধান ব্রত।

 

আলোচনা সভা শেষে দুলাল শীল কে সভাপতি ও বিধান চন্দ্র সূত্রধর কে সিনিয়র সভাপতি, কাজল চন্দ্র মজুমদার কে সাধারন সম্পাদক, বালাক চন্দ্র দে কে প্রধান সমন্নয়ক,বালি চন্দ্র দাস কে সাংগঠনিক সম্পাাদক, পরেশ চন্দ্র মজুমদার কে অর্থ সম্পাদক,সাজু মজুমদার কে দপ্তর সম্পাদক,রুদ্র চৌধুরি কে শিক্ষা ও সমাজ কল্যান সম্পাদক,অর্পিতা চৌধুরি কে মহিলা বিষয়ক সম্পাাদক, বিথী রানী বনিক কে সহ মহিলা বিষয়ক সম্পাদক কের দায়িত্ব দেওয়া হয়।২১ সদস্য বিশিষ্ট একটি পুর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *