রাংগুনিয়া পারুয়া ইউনিয়নের উত্তর নাথ পাড়া শারদাঞ্জলি গীতা নিকেতনের শুভ উদ্বোধন অনুষ্ঠান

গীতা শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে,শারদাঞ্জলি ফোরাম রাঙ্গুনিয়া উপজেলা সংসদের

তত্ত্বাবধানে,আজ ৭ই জানুয়ারি ২০১৮ইং রবিবার,
রাংগুনিয়া, পারুয়া ইউনিয়নের
উত্তর নাথ পাড়া শারদাঞ্জলি গীতা বিদ্যা
নিকেতনের শুভ উদ্বোধন অনুষ্ঠান এবং শারদাঞ্জলি
ফোরাম পারুয়া ইউনিয়ন সংসদের শুভ অভিষেক ও
উদ্বোধন অনুষ্টান হয়,

এতে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন শারদাঞ্জলি ফোরাম চট্রগ্রাম
জেলার সম্মানিত সভাপতি শ্রী অজিত কুমার শীল
মহোদয়, প্রধান বক্তা হিসেবে ছিলেন শারদাঞ্জলি
ফোরাম চট্রগ্রাম জেলার সহ সভাপতি কালীপদ ঘোষ
মহোদয়।
উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানে জেলা, উপজেলার, ইউনিয়নের
বিভিন্ন
নেতৃবৃন্দ ও সারথীবৃন্দ সহ সর্বস্তরের সনাতনী সম্প্রদায়
উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমন্ডিত
করেছেন, নমস্কার। জয় গীতা, জয় শারদাঞ্জলির জয়, জয়
হোক মানবতার।  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *