শারদাঞ্জলি গীতা শিক্ষা নিকেতন এর ছাত্র/ছাত্রীদেরকে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা
একটি ভিন্নধর্মী শারদাঞ্জলি সংবাদঃ
রক্ত দিন জীবন বাঁচান শ্লোগান কে বাস্তবায়ন করার নিমিত্তে গতকাল শারদাঞ্জলি ফোরাম কোতায়ালি থানা কমিটি,চট্রগ্রাম এর উদ্যোগে “পঞ্চানন ধাম শারদাঞ্জলি গীতা শিক্ষা নিকেতন” এর ছাত্র/ছাত্রী দেরকে বিনামূল্যে #রক্তের_গ্রুপ পরীক্ষা করা হয়। এই সময় শারদাঞ্জলি ফোরাম চট্রগ্রামের সারথিরা উপস্থিত ছিলো।উপস্থিত সারথিরা সেই সময় নতুন করে চালু করা রক্তের গ্রুপ নির্ণয়ের জন্যে দেশের অনন্য শারদাঞ্জলি গীতা স্কুল গুলোর পরিচালনা কমিটিকে অনুরোধ জানান।
জয় শারদাঞ্জলির জয়
জয় হোক মানবতার।