শারদাঞ্জলি গীতা শিক্ষা নিকেতন এর ছাত্র/ছাত্রীদেরকে বিনামূল্যে ‪রক্তের গ্রুপ‬ পরীক্ষা

13938191_1314317905260121_539206489625006690_o  

একটি ভিন্নধর্মী শারদাঞ্জলি সংবাদঃ13934565_1314317881926790_8218578470260047727_n

রক্ত দিন জীবন বাঁচান শ্লোগান কে বাস্তবায়ন করার নিমিত্তে গতকাল শারদাঞ্জলি ফোরাম কোতায়ালি থানা কমিটি,চট্রগ্রাম এর উদ্যোগে “পঞ্চানন ধাম শারদাঞ্জলি গীতা শিক্ষা নিকেতন” এর ছাত্র/ছাত্রী দেরকে বিনামূল্যে ‪#‎রক্তের_গ্রুপ‬ পরীক্ষা করা হয়। এই সময় শারদাঞ্জলি ফোরাম চট্রগ্রামের সারথিরা উপস্থিত ছিলো।উপস্থিত সারথিরা সেই সময় নতুন করে চালু করা রক্তের গ্রুপ নির্ণয়ের জন্যে দেশের অনন্য শারদাঞ্জলি গীতা স্কুল গুলোর পরিচালনা কমিটিকে অনুরোধ জানান।

জয় শারদাঞ্জলির জয়
জয় হোক মানবতার।

13906701_1314323928592852_5610635079763573574_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *