নীলফামারী জেলায় ১৪তম শারদাঞ্জলি গীতা নিকেতন উদ্বোধন

গত ৭ই জুন, ২০১৯ ইং শুক্রবার শারদাঞ্জলি ফোরাম নীলফামারী জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নীলফামারী জেলার কেশব চৌধুরীর বাজারে দক্ষিণ কুখাপাড়ায় অবস্থিত শ্রীশ্রী সার্বজনীন বিষ্ণু মন্দিরে “দক্ষিণ কুখাপাড়া শারদাঞ্জলি গীতা নিকেতন” শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে আমি উপস্থিত সুধীজনের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করি। অত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র এলাকার ধর্মপ্রাণ ব্যক্তি শ্রী শরৎ চন্দ্র রায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক শ্রী অবিনাশ চন্দ্র রায়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নীলফামারী সদর উপজেলার সহ সভাপতি শ্রীমতি রত্না সিনহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারদাঞ্জলি ফোরাম নীলফামারী জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক শ্রী সুশান্ত সরকার, যুগ্ম আহ্বায়ক শ্রী শিমুল চন্দ্র রায়, সদস্য শ্রী জগদীশ চন্দ্র রায়।
আরও উপস্থিত ছিলেন সদস্য শ্রী মিঠুন রায়, গীতা নিকেতনের শিক্ষক শ্রী শ্যামল চন্দ্র রায়। এছাড়াও শারদাঞ্জলি ফোরামের সারথি, গীতা শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ সহ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্রী শ্যামল চন্দ্র রায়। সঞ্চালনার দায়িত্বে ছিলেন শারদাঞ্জলি ফোরাম নীলফামারী জেলা শাখার যুগ্ম সদস্য সচিব শ্রী পরিতোশ চন্দ্র রায়। অনুষ্ঠানে গীতা শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শারদাঞ্জলি ফোরাম কর্তৃক প্রকাশিত গীতা, খাতা ও কলম এবং চট বিতরণ করা হয়।

এভাবেই সারা বাংলাদেশে শারদাঞ্জলি ফোরামের মাধ্যমে সনাতনী নতুন প্রজন্মের মাঝে গীতা শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। জয় গীতা, জয় শারদাঞ্জলির জয়, জয় হোক মানবতার।

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »