আমরা কার পাকা ধানে মই দিলাম – বাবুল চন্দ্র পাল।
শারদাঞ্জলি ফোরাম সৃষ্টি লগ্ন থেকেই মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তাইতো আমাদের অন্যতম শ্লোগান- “জয় হোক মানবতার”। চট্টগ্রামে দরিদ্র রিক্সা চালকের ছেলের চোখের চিকিৎসার জন্য আমরা ৪০ হাজার টাকা অনুদান দিয়েছি। চট্টগ্রামের বাশখালিতে ৬ টি দরিদ্র পরিবারের ঘর পুড়ে চাই হয়ে যায়। আমরা তাদের পুর্বাসনের ব্যবস্থা করেছি। কুমিল্লায় দুই অসহায় পরিবারের দরিদ্র কন্যার বিয়ের জন্য আমরা প্রায় ৩০ হাজার টাকা অনুদান দিয়েছি। জাহাংগীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র অর্কের ক্যান্সার চিকিৎসারর জন্য আমরা ৬০ হাজার টাকা অনুদান দিয়েছি, নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের জন্য আমরা ৫০ হাজার টাকা অনুদান দিয়েছি। মাদারীপুরের দরিদ্র পরিবারের ১২ বছর বয়েসী এক কিশোরীর হার্টের জটিল চিকিৎসার জন্য আমরা ৬০ হাজার টাকা অনুদান দিয়েছি। গত বছর রংপুর এবং মানিকগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আমরা ত্রাণ বিতরণ করেছি। সম্প্রতি নারায়ণগঞ্জে একটি দরিদ্র পরিবারের অগ্নিদগ্ধ কিশোরীরর চিকিৎসারর জন্য আমরা ইতিমধ্যে ৩৫ হাজার টাকা অনুদান সংগ্রহ করেছি। কুমিল্লায় এতিমখানারর শিশুদের আমরা সহায়তা দিয়েছি। এমন আরো অনেক মানবিক কাজ বিভিন্ন জেলায় আমাদের সারথিরা করে যাচ্ছে। জেলায় জেলায় নানা পার্বণে দরিদ্রের মাঝে বস্র বিতরণ, চিকিৎসা সেবাসহ সেবামূলক কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। এটা সম্ভব হচ্ছে দেশে এবং প্রবাসে বসবাসরত সারথিদের ঐকান্তিক সহযোগিতায়। যারা আমাদের প্রতিনিয়ত সহযোগিতা দিয়ে যাচ্ছেন, আমরা তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা।
আমরা কোন উগ্র জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করিনা। আমাদের মূল চেতনাই হল- মানব কল্যাণ। তাহলে আমাদের কর্মসূচিতে বাধা কেন!!! গত ২৮ এপ্রিল চট্টগ্রামে সারথি সম্মেলনে হল কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের অনুমতির পরও কোন এক অজ্ঞাত শক্তির বাধার কারণে আমরা আমাদের পূর্ব নির্ধারিত স্থানে সম্মেলন করতে পারিনি। যারা আমাদের এই মহতী কাজে বাধা দিলো, আমাদের সারথিদের অন্তরে রক্ত ঝরালো তাদের প্রতি আমাদের আজীবন ধিক্কার এবং করুণা রইলো। জয় জয় জয়, জয় হোক মানবতার।