জুলাই ১৪, ২০১৭ তারিখে অনুষ্ঠিত জরুরী সভার কার্যবিবরণী।

শারদাঞ্জলি ফোরাম

অস্থায়ী প্রধান কার্যালয়, মল্লিক টাওয়ার, ৮ম তলা, ঢাকা

বিষয় ঃ জুলাই ১৪, ২০১৭ তারিখে অনুষ্ঠিত জরুরী সভার কার্যবিবরণী।

 FB_IMG_1500209922478 FB_IMG_1500209926344

গত জুলাই ১৪, ২০১৭ তারিখ শুক্রবার সকাল ১০.০০ ঘটিকায় শারদাঞ্জলি ফোরাম-এর অস্থায়ী কার্যালয় দিকদর্শন প্রকাশনী লিঃ, মল্লিক টাওয়ার(৮ম তলা), চিত্তরঞ্জন এভিনিউ, ঢাকা-১০০০ অফিসে শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় স্টিয়ারিং কমিটির ৯ জন সারথির মধ্যে ৮ জন সহ আমন্ত্রিত সারথি হিসেবে কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর কমিটির আরও সারথি উপস্থিত ছিলেন।

আজকের জরুরী সভায় কার্যপ্রণালিসমূহ উত্থাপন করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী বাবুল চন্দ্র পাল। তিনি সভার প্রতিটি আলোচ্যসূচি উত্থাপন করেন। প্রতিটি আলোচ্যসূচি নিয়ে দীর্ঘ আলোচনা হয় এবং আলোচনা শেষে নিুোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয় ঃ

১.০ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থায়ী ডোনা ফাণ্ড গঠনের অগ্রগতি নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণঃ

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে একটি স্থায়ী ডোনার ফান্ড গঠন নিয়ে গত মার্চ ৩১, ২০১৭ তারিখের সভায় সিদ্ধান্ত হয়েছিল। কিন্ত—ু— নানা কারণে সেটা এখনও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এদিকে কেন্দ্রীয়ভাবে ফোরামের খরচ দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে। ফোরামের বিভিন্ন ধর্মীয় ও মানবিক কার্যক্রমের খরচ নির্বাহের জন্য প্রতি মাসে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ১৫/২০ জন সারথি গত আড়াই বছর ধরে অনুদান দিয়ে যাচ্ছেন। এতে তাদের উপর আর্থিক চাপ বেড়ে গেছে। এসব বিবেচনা এনে বিস্তারিত আলোচনা শেষে নিচের সিদ্ধান্ত গৃহীত হয়ঃ

১.১ ২০১৭ সালের জানুয়ারি মাস থেকে স্থায়ী ডোনার ফাণ্ড গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

১.২ কেন্দ্রীয় কমিটির যেসব নির্বাহী সারথি আছেন, তারা তাদের সম্মতি সাপেক্ষে ১০০ থেকে ১০০০ টাকা করে প্রতি মাসে স্থায়ী ডোনার ফাণ্ডে অনুদান দেবেন।

১.৩ আজকের সভায় উপস্থিত সারথিদের সম্মতি সাপেক্ষে ৭ জন সারথি প্রতি মাসে ১০০০ টাকা, ৪ জন সারথি ৫০০ টাকা, ৩ জন সারথি ৩০০ টাকা, ১৩ জন সারথি ২০০ টাকা এবং ৩ জন সারথি ১০০ টাকা করে প্রতি মাসে স্থায়ী ডোনার ফাণ্ডে অনুদান দেবার সম্মতি জ্ঞাপন করেন। উপস্থিত সারথিদের এমন উদ্দীপনামূলক আগ্রহ এবং অনুদান দেয়ার সম্মতি জ্ঞাপন করায় কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী বাবুল চন্দ্র পাল সবাইকে ধন্যবাদ জানান।

১.৪ ফোরামের কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য কেন্দ্রীয় কমিটির সারথি ছাড়াও জেলা ও মহানগর কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ থেকে কেন্দ্রীয় ডোনার ফাণ্ডে প্রতি মাসে বাধ্যতামূলক ৩০০ টাকা করে অনুদান সংগ্রহের প্রস্তাব গৃহীত হয়।

১.৫ কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী পুলক চক্রবর্তীকে ডোনার ফাণ্ড সংগ্রহের দায়িত্ব দেয়া হয়। তিনি কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী বাবুল চন্দ্র পাল-এর সাথে সমন্বয় করে সারথিদের থেকে অনুদান সংগ্রহ করবেন। এজন্য একটি স্থায়ী বিকাশ নাম্বার দেয়া হবে। শ্রী পুলক চক্রবর্তীও উক্ত বিকাশ নাম্বারে প্রতি মাসে অথবা তিন মাস, ছয় মাস অথবা একসাথে এক বছরের অনুদান সারথিরা পাঠাতে পারবেন।

১.৬ পরবর্তী নির্দেশ দেয়া না পর্যন্ত কেন্দ্রীয় ডোনার ফান্ডে অনুদান সংগ্রহের কার্যক্রম অব্যহত থাকবে। ফোরামের একজন সারথি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত না-থাকলেও তিনি নিয়মিত অনুদান দিয়ে যাবেন।

২.০ জেলা সফর নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ ঃ

তৃণমূল পর্যায়ের সারথিদের সাথে যোগাযোগ বাড়ানো এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য প্রতি মাসে কেন্দ্রীয় কমিটির এক বা একাধিক টীম জেলা সফরে যাবার ব্যাপারে গত সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। কিন্তু নানা কারণে সেটা বাস্তবায়িত হয়নি। গুরুত্ব বিবেচনা করে এব্যপারে বিস্তারিত অলোচনা শেষে নিচের সিদ্ধান্তসমূহ গৃহীত হয়ঃ

২.১ জেলা সফরের ব্যাপারে সমন্বয় সাধনের জন্য গত সভায় শ্রী পলাশ নাথ এবং শ্রী লোকনাথ ভৌমিককে দায়িত্ব দেয়া হয়েছিল। তারা দুজন যথারীতি সে দায়িত্ব পালন করে যাবেন। তারা কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শ্রী লিটন পাল, সভাপতি শ্রী বাবুল পাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় ভৌমিক, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং ঢাকা মহানগর কমিটির সভাপতি শ্রী রতন চন্দ্র পাল সহ অন্যান্য নির্বাহীদের সাথে আলাপ করে জেলা সফরের তারিখ নির্ধারণ করবেন।

২.২ আগামী এক মাসের মধ্যে যেকোন একটি জেলা সফরের পরিকল্পনা নেয়া হবে। এব্যাপারে শ্রী পলাশ নাথ ও শ্রী লোকনাথ ভৌমিক জেলা কমিটির সাথে আলোচনা করে তারিখ নির্ধারণ করবেন এবং কেন্দ্রীয় কমিটির উপরোক্ত সারথিদের অবগত করবেন।

৩.০ পূজা ম্যাগাজিন প্রকাশনা নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণঃ

আসন্ন দুর্গা পূজা উপলক্ষে পূজা ম্যাগজিন প্রকাশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে নিুোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়ঃ

৩.১ আসন্ন দুর্গা পূজা উপলক্ষে শারদাঞ্জলি ফোরামের উদ্যোগে ১৫০০ ম্যাগাজিন ছাপানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

৩.২ ম্যাগাজিন সম্পাদনার দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা মহানগর কমিটির সভাপতি শ্রী রতন চন্দ্র পাল।

৩.৩ ম্যাগাজিন প্রকাশনায় তত্ত্বাবধান করা সহ সার্বিক দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী বাবুল চন্দ্র পাল। তাঁকে সহযোগিতা করবেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সারথি শ্রী দীলিপ কুমার সাহা, সভাপতির মুখপাত্র শ্রী পলাশ নাথ, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শ্রী নিকেতন দে, সহ-প্রচার সম্পাদক শ্রী লোকনাথ ভৌমিক, দপ্তর সম্পাদক শ্রী কল্লোল রায়, কোষাধ্যক্ষ শ্রী সুমন দাস বিজয়।

৩.৪ দিকদর্শন প্রকাশনা লিঃ থেকে ম্যাগাজিন প্রকাশনার সিদ্ধান্ত গৃহীত হয়।

৩.৫ এবারের ম্যাগাজিনে শুধুমাত্র কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের বাণী সন্নিবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি ম্যাগাজিনের সম্পাদকের সম্পাদকীয় সন্নিবেশিত হবে। তবে জেলা এবং মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ ফোরামের সকল স্তরের সারথিগণ তাদের শুভেচ্ছা বাণী দিতে পারবেন। এজন্য তাদের প্রণামী দিতে হবে।

৩.৬ বাণিজ্যিক বিজ্ঞাপনের ক্ষেত্রে প্রতি রঙিন পাতা ১০ হাজার টাকা, অর্ধেক পাতা ৫ হাজার টাকা। ভিতরে সাদা-কালো প্রতি পাতা ৪ হাজার এবং অর্ধেক পাতা ২ হাজার।

৩.৭ শারদাঞ্জলির ফোরামের যেসব সারথি শুভেচ্ছা বিজ্ঞাপন দিতে চান- তাদের জন্য প্রতি রঙিন পাতা ৫ হাজার টাকা, অর্ধেক পাতা ৩ হাজার টাকা। ভিতরে সাদা-কালো প্রতি পাতা ৩ হাজার এবং অর্ধেক পাতা দেড় হাজার। এছাড়াও ছবি সম্বলিত পদবীসহ ছোট ছোট শুভেচ্ছা বিজ্ঞাপন সারথিরা দিতে পারবেন। এক্ষেত্রে প্রত্যেক সারথি থেকে এক হাজার টাকা করে প্রণামী নেয়া হবে।

৩.৮ গত বছর শুভেচ্ছা বিজ্ঞাপন সাজাতে গিয়ে আমাদের কিছু ভুল হয়েছিলো। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এবছর যেসব সারথি শুভেচ্ছা বিজ্ঞাপন দেবেন, তাদের শুভেচ্ছা বিজ্ঞাপন ছবিসহ পদবীর ক্রমানুসারে পাতায় পাতায় সন্নিবিশিত করা হবে।

৩.৯ ম্যাগাজিনের জন্য লেখা পাঠানোর ইমেইল ঠিকানাসহ বিস্তারিত তথ্য অতি শীঘ্রই ফেসবুকে সবাইকে জানিয়ে দেয়া হবে।

৩.১০ যে সমস্ত জেলা, মহানগর, জেলা আহ্বায়ক এবং জেলার অধীন উপজেলা, থানা, ওয়ার্ড এবং ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে- সবগুলো পূর্ণাঙ্গ তালিকা ম্যাগাজিনে সন্নিবেশিত করার জন্য কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী বাবুল চন্দ্র পালের babulchandrapaul@gmail.com ই-মেইলে MSWord attach করে জরুরীভাবে পাঠিয়ে দিতে হবে।

৪.০ টিশার্ট তৈরি নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণঃ

আসন্ন দুর্গা পূজা উপলক্ষে তরুণ সারথিদের আগ্রহের কথা বিবেচনা করে টিশার্ট তৈরি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে নিুোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়ঃ

৪.১ ১৪২৪ বঙ্গাব্দে অনুষ্ঠিতব্য দুর্গা পূজায় নিজস্ব উদ্যোগে সম্পূর্ণ নতুন ডিজাইনে, নতুন আঙ্গিকে, আকর্ষণীয় ১৫০০ র্টিশার্ট তৈরি সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে ১২০০ বড়দের এবং ৩০০ টিশার্ট ছোটদের তৈরি করা হবে।

৪.২ টিশার্ট তৈরি, ডিজাইন সিলেকশন এবং সারথিদের বিতরণের জন্য কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সভপাতির মুখপাত্র শ্রী পালশ নাথকে দায়িত্ব দেয়া হয়। তাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক শ্রী সঞ্জয় ভৌমিক, নির্বাহী সারথি শ্রী সুমন ধর, শ্রী উৎপল ভট্টাচার্য্য, শ্রী মৃণাল রায় এবং প্রশান্ত রায়। তারা পরস্পরের সাথে সমন্বয় করে টিশার্টের ডিজাইন তৈরি, চাহিদা সংগ্রহ, সারথিদের কাছে যথাসময়ে প্রেরণ, অর্থ সংগ্রহ এবং সঠিক হিসাব-নির্কাশ সংরক্ষণ করবেন।

৪.৩ এবারের টিশার্টের দাম গত বছরের চেয়ে বেশী হবে। গত বছর প্রতিটি টিশার্ট তৈরিতে খরচ পড়েছিল ২০০ টাকার চেয়ে বেশি। সম্পূর্ণ ব্যয় বহন করেছিলেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেস্টা শ্রী লিটন চন্দ্র পাল। যার কারণে তৈরি খরচ বেশি হলেও কম মূল্যে সারথিদের কাছে বিক্রয় করা হয়েছিলো। কিন্তু এবার ফোরামের উদ্যোগে করায় সেটা সম্ভব হবে না। এবার বিক্রয় মূল্য ছোটদের ২৫০ এবং বড়দের ৩০০ টাকা হবে। টিশার্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

৫.০ গীতা প্রকাশনার অগ্রগতি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ ঃ

 শারদাঞ্জলি ফোরামের গীতা শিক্ষা কার্যক্রম দিন দিন বেড়েই চলেছে। সেই সাথে জেলা কমিটিগুলো থেকে চাহিদাও বাড়ছে। কিন্তু গীতা ফাণ্ডে পযাপ্ত অর্থ না থাকায় ২য় সংস্করণের ৫ হাজার গীতা ছাপানোর প্রক্রিয়া শুরু করা যাচ্ছিলো না। আজকের সভায় এব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। ঢাকা মহানগর কমিটির সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, দিকদর্শন প্রকাশনা লিঃ এর সত্ত্বাধিকারী শ্রী রতন চন্দ্র পাল দ্রুত গীতা ছাপানোর কাজ শুরু করার তাগিদ দেন। তিনি দশ হাজার ছাপানোর প্রস্তাব দেন। তিনি বলেন যে, যেহেতু গীতা ফাণ্ডে অনুদানের পরিমাণ কম এবং সারথি ও শুভাকাঙ্খাদেও কাছ থেকে ধীরে ধীরে অনুদান সংগ্রহ হচ্ছে- তাই তাঁর প্রকাশনা সংস্থাকে একসাথে ছাপানোর খরচ না-দিয়ে অনুদান সংগ্রহ সাপেক্ষে ধাপে ধাপে পরিশোধ করার প্রস্তাব করেন। কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা শ্রী লিটন চন্দ্র পাল শ্রী রতন পালের প্রস্তাবকে পূর্ণ সমর্থন দেন। এব্যাপারে তিনি সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। সভাপতি শ্রী বাবুল পাল উপস্থিত সারথিদের মতামত জানতে চাইলে সবাই তাদের সমর্থন ব্যক্ত করেন। বিস্তারিত আলোচনা শেষে নিচের সিদ্ধান্তসমূহ গৃহীত হয়ঃ

৫.১ চাহিদার কথা বিবেচনা করে পূর্বের সিদ্ধান্ত নেয়া ৫ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার গীতা ছাপানোর সিদ্ধান্ত গৃহীত হয়। দিকদর্শন প্রকাশনা লিঃ থেকে গীতা ছাপানোর সিদ্ধান্তও গৃহীত হয়।

৫.২ গীতা ছাপানোর খরচ অনুদান সংগ্রহ সাপেক্ষে দিকদর্শন প্রকাশনা লিঃ-কে ধাপে ধাপে অর্থ দেয়া হবে। এব্যাপারে সার্বিক দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী পুলক চক্রবর্তী। তিনি কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী বাবুল চন্দ্র পালের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে অনুদান সংগ্রহের তথ্য তাঁকে দেবেন এবং দিকদর্শন প্রকাশনা লিঃ-কে অর্থ প্রদান করবেন।

৫.৩ আজকের সভায় ২য় সংস্করণের গীতার পাণ্ডুলিপির মূল সফট কপি শ্রী রতন পালের নিকট বুঝিয়ে দেয়া হয়। দিকদর্শন প্রকাশনা লিঃ থেকে অতি দ্রুত গীতা প্রকাশনার কাজ শুরু হবে বলে শ্রী রতন পাল সভাকে আশ্বস্ত করেন।

এছাড়াও আলোচ্যসূচির বাইরে নিচের বিষয়গুলো নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়ঃ

৬.০ সীতাকুণ্ডের পাহাড়ী এলাকায় অজানা রোগে আক্রান্ত শিশুদের সাহায্যার্থে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কোন সহায়তা পাঠানো যায় কিনা এব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য সীতাকুণ্ডের আশপাশে শারদাঞ্জলি ফোরামের যেসব সারথি বসবাস করেন, বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য তাদের পাঠানোর ব্যবস্থা নেয়ার জন্য চট্টগ্রাম জেলার কমিটির সহায়তা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এব্যাপারে শ্রী রতন পাল ফোরামের বাইরেও ব্যক্তিগতভাবে সহায়তার আশ্বাস দেন।

৭.০ সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সিদ্ধান্ত নেয়ার পরও কেন্দ্রীয় কমিটির সভাপতির অনুমতি ছাড়া কয়েকটি জেলার অতি উৎসাহী সারথিরা ফেসবুকে মানবিক সাহায্যের আবেদন জানিয়ে লেখা পোষ্ট দিচ্ছে। এটা কোনভাবেই কাম্য নয়। এব্যাপারে বিস্তারিত আলোচনা শেষে নিচের সিদ্ধান্ত নেয়া হয়ঃ

৭.১ কোন জেলায় মানবিক সাহায্যের প্রয়োজন হলে অবশ্যই কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সভাপতির মুখপাত্রকে পূর্বে অবহিত করতে হবে। এব্যাপারে মানবিক আবেদনের গুরুত্ব বিবেচনা করে প্রথমে সভাপতি তাঁর নিজের আইডি থেকে অথবা সভাপতির নির্দেশক্রমে সাধারণ সম্পাদক এবং সভাপতির মুখপাত্র নিজেদের ফেসবুক আইডি থেকে পোস্ট দেবেন। অন্যান্য সারথিরা তখন সে পোস্ট শেয়ার বা কপি করে নিজের আইডি থেকে পোস্ট দিতে পারবেন।

৭.২ বিনা অনুমতিতে ফোরামের কেউ পোস্ট দিলে সেটা কোনভাবেই গ্রহণযোগ্য হবে না।

৮.০ ইতিমধ্যে কয়েকটি সভায় সিদ্ধান্ত হয়েছিলো যে, কারও কোন ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে এবং উগ্র ধর্মীয় চেতনা নিয়ে ফেসবুকে কোন লেখা পোস্ট দেয়া যাবে না। কিন্তু তারপরও কিছু কিছু সারথি অতি আবেগের বশে অবার্চিনের মত এমন আÍঘাতি কাজ করে যাচ্ছে। এজন্য সে নিজেও যেমন বিপদে পড়ছে, তার পরিবার এবং সমাজকেও বিপদে ফেলছে। এব্যাপারে বিস্তারিত আলোচনা শেষে নিচের সিদ্ধান্ত গৃহীত হয়ঃ

৮.১ কারও কোন ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে এবং উগ্র ধর্মীয় চেতনা নিয়ে ফেসবুকে কোন লেখা পোস্ট দেয়া যাবে না। ফোরামের কোন সারথি এমন কাজ করলে এটা সম্পূর্ণ দায়িত্ব তাকে বহন করতে হবে। ফোরাম কোন দায়িভার নেবে না এবং তাকে বা তাদেরকে প্রমাণসাপেক্ষে কোন কারণ দর্শানে ব্যতিরেকে ফোরাম থেকে বহিস্কার করা হবে।

৯.০ আসন্ন দুর্গা পূজায় শারদাঞ্জলি ফোরামের উদ্যোগে সাত্বিকী পূজা উদ্যাপনে সচেতনতা বাড়ানোর জন্য প্রচারণা চালতে হবে। এজন্য জেলা কমিটিগুলো নিজ উদ্যোগে পোস্টার/লিটলেট ছাপিয়ে বিতরণ করতে পারবে। চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে গত বছর এমন উদ্যোগ নেয়া হয়েছিল। তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানো যেতে পারে। এব্যাপারে চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক বিপন দাদার সাথে যোগাযোগ করা যেতে পারে।

পরিশেষে সম্মানিত সভাপতি শ্রী বাবুল পাল উপস্থিত সকল সারথিকে সভায় উপস্থিত হওয়ায় এবং তাদের সুচিন্তিত মতামত প্রদান এবং সভাকে সাফল্যমন্ডিত করার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের স্টিয়ারিং কমিটির জরুরী সভার সমাপ্তি ঘোষণা করেন।

বাবুল চন্দ্র পাল

সভাপতি

শারদাঞ্জলি ফোরাম

৩.১০ যে সমস্ত জেলা, মহানগর, জেলা আহ্বায়ক এবং জেলার অধীন উপজেলা, থানা, ওয়ার্ড এবং ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে- সবগুলো পূর্ণাঙ্গ তালিকা ম্যাগাজিনে সন্নিবেশিত করার জন্য কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী বাবুল চন্দ্র পালের ইমেলই করে জরুরীভাবে পাঠিয়ে দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *