মানবতার আরেক নাম- শারদাঞ্জলি ফোরাম

মানবতার আরেক নাম- শারদাঞ্জলি ফোরাম

২০১৯ সালের প্রথম দিন মঙ্গলবার। নববর্ষের ১ম দিনে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো শারদাঞ্জলি ফোরাম চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার সারথিগণ। দরিদ্র পরিবারের সন্তান কাকন দের ছোট বোনের অকাল প্রয়াণের ঠিক তিনদিন পরেই পিতৃবিয়োগ ঘটে। কাকন দের এমন পারিবারিক বিপর্যয়ে এগিয়ে আসে শারদাঞ্জলি ফোরাম রাঙ্গুনিয়া উপজেলার সারথিগণ। তার পিতার অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পাদন করার লক্ষ্যে শারদাঞ্জলি ফোরাম রাঙ্গুনিয়া উপজেলা ও উপজেলার অন্তর্গত কোদালা, পদুয়া এবং পোমরা ইউনিয়নের সারথিরা উপস্থিত থেকে কাকন দের পরিবারের হাতে কিছু নগদ অর্থ তুলে দেন এবং সেই সাথে শারদ সারথিরা নিজ উদ্যোগে অন্তেষ্টিক্রিয়ায় গীতা পাঠ অনুষ্ঠান সফল করার লক্ষ্যে দায়িত্ব পালন করেন।

শারদাঞ্জলি ফোরাম রাঙ্গুনিয়া উপজেলার সারথিদের এমন মানবিক কাজে আমি অভিভূত। রাঙ্গুনিয়া উপজেলার সকল সারথির জন্য আমার আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা রইলো। জয় শারদাঞ্জলির জয়, জয় হোক মানবতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *