Sharodanjoli member Registration
Rules & Regulation
শারদাঞ্জলি ফোরাম-এর গঠনতন্ত্র
১.০ উদ্দেশ্য ও আদর্শ
শারদাঞ্জলি ফোরাম বাংলাদেশে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে গঠিত সম্পূর্ণ অরাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও সেবামূলক একটি সামাজিক প্রতিষ্ঠান। সমাজের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী নারী/পুরুষগণ সদস্যপদ লাভের মাধ্যমে এই প্রতিষ্ঠানের সকল ধর্মীয়, মানবিক এবং সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন। নিম্মলিখিত উদ্দেশ্য ও আদর্শ নিয়ে এই ফোরাম গঠিত হয়েছে ।
১.১ সনাতন ধর্মের মাহাত্ম্য, কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্যকে ফোরামের মাধ্যমে বাংলাদেশ সহ পৃথিবীর সর্বত্র প্রচার চালানো।
১.২ শারদাঞ্জলি ফোরাম-এর মূল শ্লোগান- “সনাতনী সেতুবন্ধনে কৃষ্টি, সংস্কৃতি, সত্য ও শান্তির অন্বেষণে তারুণ্যের অভিযাত্রা” ।
১.৩ শারদাঞ্জলি ফোরাম-এর কেন্দ্রীয় কমিটির দিকনির্দেশনায় ফোরামের জেলা কমিটির মাধ্যমে বাংলাদেশের সকল জেলায় গ্রাম ও শহরে বসবাসকারী সনাতন ধর্মাবলম্বী গরীব এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা বৃত্তি চালু করা।
১.৪ দুর্গাপূজা, কালীপূজা সহ অন্যান্য ধর্মীয় পাবর্ণে রাজসিক এবং তামসিক পূজা বর্জন করে স্বাত্বিকী পূজা আয়োজনের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা। সকল দেবীর প্রতিমা প্রকৃত মায়ের আদলে তৈরি করে পূজা করা। দেবীর প্রতিমা যেন বিকৃত কোন কাল্পনিক নারীর আদলে তৈরি না করা হয়- এব্যাপারে সচেতনতা সৃষ্টি করা। সর্বজনীন সকল পূজায় মাত্রাতিরিক্ত শব্দ দূষণ যাতে না-হয় তদভিলক্ষ্যে প্রচারণা চালানো।
১.৫ বাংলাদেশ সহ বিশ্বের যেসব অঞ্চলে সনাতন ধর্মাবলম্বীরা বসবাস করছেন, সেসব অঞ্চলে মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেয়া, মন্দির প্রতিষ্ঠায় সহযোগিতা করা এবং হিন্দু সম্প্রদায়ের ছেলে-মেয়েরা যাতে কোন প্রলোভনে পড়ে ধর্মান্তরিত না হয়, এব্যাপারে সামাজিক ও ধর্মীয় সচেতনতা গড়ে তোলা।
১.৬ হিন্দু সম্প্রদায়ের দরিদ্র মেধাবী ছেলে-মেয়েরা, যারা আর্থিক অনটনের কারণে লেখা-পড়া চালিয়ে যেতে অক্ষম, তাদেরকে ফোরামের উদ্যোগে আর্থিক অনুদানের ব্যবস্থা করা। স্ব স্ব এলাকায় বিভিন্ন মন্দিরের পবিত্রতা এবং মন্দিরে পরিস্কার পরিচ্ছন্নতা রাখার ব্যাপারে সচেতনা সৃষ্টি করা ।
১.৭ ফোরামের মাধ্যমে ধাপে ধাপে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে একটি করে অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রম গড়ে তোলার ব্যবস্থা করা।
১.৮ সমাজে বাল্যবিবাহ এবং নারী নির্যাতন রোধে ফোরামের পক্ষ থেকে সর্বাÍক সহযোগিতা সহ সচেতনতা গড়ে তোলা।
১.৯ সমাজের নানাবিধ সেবামূলক কর্মকান্ড- যেমন বিবাহ, মৃতদেহ সৎকার, শ্রাদ্ধাদি, বিভিন্ন ধর্মীয় পর্বে সক্রিয় অংশগ্রহণ, গ্রামীণ রাস্তাঘাট সংস্কার, বৃক্ষ রোপন, রক্তদান, স্বাস্থ্য সেবা কর্মসূচি ইত্যাদি কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সামাজিক দায়িত্ব পালন করা।
১.১০ যুব সমাজের চারিত্রিক অবক্ষয়, অলসতা, অকর্মন্যতা এবং বিকৃত মানসিকতা রোধকল্পে ফোরামের অফিসে ধর্মীয় বইপত্র সংরক্ষণ, সদস্যদের নিয়মিত পাঠে উদ্ভুদ্ধকরণ, বিভিন্ন জাতীয় দিবসে ও ধর্মীয় পার্বণে প্রকাশনার ব্যবস্থা করা, সংগীতানুষ্ঠানের অয়োজন, বিতর্ক প্রতিযোগিতাসহ আলোচনা সভা আয়োজনের মাধ্যমে যুব সমাজের জ্ঞানার্জনের পথ সুগম করে মননশীল, সুস্থ, সুন্দর ও নির্মল চরিত্র গঠন এবং মেধা বিকাশের ব্যবস্থা করা।
১.১১ অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার প্রতি, জাতীয় পতাকার প্রতি, ভাষা এবং মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা ও জাতীয় দিবসগুলো যথাযথভাবে উদ্যাপন করা।
১.১২ নিজ ধর্ম পালন, ধর্মীয় শিক্ষা এবং ধর্মীয় চেতনার আলোকে চরিত্র গঠন করার পাশাপাশি সকল ধর্মের প্রতি যথাযথ শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা।
২.০ সদস্যপদ লাভের নিয়মাবলী
২.১ সমাজের ১৮ (আঠার) বছর বয়স থেকে তদূর্ধ্ব বয়সের যে কোন নারী/পুরুষ এই ফোরামে গঠনতন্ত্র মোতাবেক ক্ষমতাপ্রাপ্ত কমিটি কর্তৃক নিয়মাবলী মেনে চলতে যদি রাজী থাকেন –
২.২ যদি ফোরামে আদর্শ ও উদ্দেশ্যের প্রতি আনুগত্য স্বীকার করে স্বক্রিয়ভাবে তা বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ হন এবং
২.৩ যদি ফোরাম কর্তৃক নির্ধারিত এককালীন বা নিয়মিত চাঁদা দিতে রাজী হন তা‘হলে এই ফোরামের সদস্য হতে পারবেন।
৩.০ সদস্যদের কর্তব্য এবং দায়-দায়িত্ব
৩.১ প্রত্যেক সদস্যকে অবশ্যই ফোরামের প্রতি অনুগত থাকতে হবে।
৩.২ প্রত্যেক সদস্যকে উদ্যমী, উদ্যোগী, ধৈর্যশীল, শান্তিপ্রিয় এবং সৎ চরিত্রের অধিকারী হতে হবে।
৩.৩ রাষ্ট্রদ্রোহী এবং সমাজে যা নিন্দনীয় বলে বিবেচিত এমন কোন কাজের সাথে কোন সদস্য জড়িত থাকতে পারবেন না।
৩.৪ বাংলাদেশের তথ্য প্রযুক্তি আইনের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল থাকতে হবে। তথ্য প্রযুক্তির সুফল-কুফল এবং এই প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সদস্যদের ভালভাবে জানতে হবে।
৩.৫ নিজ ধর্মের প্রতি আনুগত্য থাকার পাশাপাশি অন্য ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল হতে হবে। অন্য ধর্ম সম্পর্কে কোনরূপ বিরুপ মনোভাব বা কটাক্ষ্য করে ফেস বুক, টুইটার, ব্লগ বা অন্য কোথাও কিছু লেখা বা বিবৃতি দেয়া যাবে না।
৩.৬ ফোরামে কোন দলাদলির সৃষ্টি এবং শান্তি বিঘ্নিত হয়- এমন কোন কর্মকাণ্ডে জড়িত হতে পারবে না। ফোরামের স্বার্থ ক্ষুন্ন হয় বা ফোরামের সুনাম নষ্ট হয় এমন কোন কাজে লিপ্ত থাকতে পারবে না।
৩.৭ সাধারণ সভা অথবা বিশেষ সভায় সদস্যদের উপস্থিতিতে কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ভর্ত্তি ফি, মাসিক চাঁদা এবং এককালীন চাঁদা নির্ধারণ করা হবে। কমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ফোরামে সম্মানিত সদস্যগণ ভর্ত্তি ফি, মাসিক চাঁদা এবং এককালীন চাঁদা দিতে বাধ্য থাকবেন।
৩.৮ প্রত্যেক মাসের ১০ তারিখের মধ্যে সদস্যদেরকে মাসিক চাঁদা দিতে হবে। সময়মত মাসিক চাঁদা পরিশোধ না-করলে প্রতি মাসে নির্ধারিত চাঁদার অতিরিক্ত ২(দুই) টাকা করে জরিমানা দিতে হবে।
৩.৯ কোন সদস্য/সদস্যা ফোরামের নির্দিষ্ট নিয়মাবলি না-মানলে বা মাসিক চাঁদা দিতে অস্বীকার করলে কমিটির সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে কমিটি উক্ত সদস্য/সদস্যার সদস্যপদ সাময়িকভাবে বাতিল করতে পারবে। বাতিল আদেশের তারিখ হতে ১৫ দিনের মধ্যে জরুরি সাধারণ সভার আয়োজন করে বিষয়টি সভায় উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠের ভোটের মাধ্যমে অনুমোদনের পর উক্ত সদস্য/সদস্যার সদস্যপদ বাতিল বলে ঘোষণা করা হবে। সদস্যপদ বাতিলের পর উক্ত সদস্য/সদস্যা ফোরামের কোনরূপ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকতে পারবেন না।
৩.১০ কোন সদস্য/সদস্যা কর্তৃক ফোরামের নিয়মাবলি না-মানার কারণে অথবা ফোরাম বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকার কারণে যদি সংগঠন থেকে অব্যহতি দেয়া হয় অথবা কোন সদস্য/সদস্যা স্বেচ্ছায় ফোরাম থেকে পদত্যাগ করেন, তাহলে উক্ত সদস্য/সদস্যা ফোরাম এবং ফোরামের সাথে সংশ্লিষ্ট কোন অন-লাইন পেজ/গ্রপের কোনরূপ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকতে পারবেন না এবং নিজেকে প্রতিষ্ঠাতা দাবি করে ফোরাম ও অন-লাইন পেজ/গ্রপের নিয়ন্ত্রণ করতে পারবেন না।
[ccf_form id=”1356″]
Copyright by sharodanjoli.com Encode by Satyajit chowdhury
Information & technology editor
Sharodanjoli Central committee.
Any information – 008801918881813