আমরা গভীরভাবে শোকাহত
ওঁ গঙ্গা,
আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, শারদাঞ্জলি ফোরাম সোনারগাঁও উপজেলা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক শ্রী Liton Chandra Bhowmik দাদার শ্রদ্ধেয় পিতা শ্রী রামচরণ চন্দ্র ভৌমিক ১০/১২/২০২৩ খ্রিঃ রাত ১২ঃ০৫ ঘটিকায় পরলোকগমন করেছেন (ওঁ ধর্মাধর্ম সমাযুক্তং লোভ মোহ সমাবৃতম্ দহেয়ং সর্বগাত্রানী দিব্যান্ লোকান্ সা গচ্ছতু)। শ্রী লিটন চন্দ্র ভৌমিক দাদার পরম পিতার মহাপ্রয়াণে আমরা “শারদাঞ্জলি ফোরাম” এর সারথিগণ গভীরভাবে শোকাহত।
আমরা তাহার প্রয়াত পিতার পবিত্র আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
শোকার্তেঃ
শারদাঞ্জলি ফোরামের সকল সারথিবৃন্দ