যশোর জেলায় ১০তম শারদাঞ্জলি গীতা নিকেতন উদ্বোধন হলো
যশোর জেলায় ১০তম শারদাঞ্জলি গীতা নিকেতন উদ্বোধন……

গতকাল ২৪ নভেম্বর, ২০২৩ ইং শুক্রবার শারদাঞ্জলি ফোরাম যশোর জেলা কমিটির উদ্যোগে পাকদিয়া সার্বজনীন মন্দির, আরবপুরে জেলার ১০তম শারদাঞ্জলি গীতা নিকেতন উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী দুলাল সমাদ্দার, সহ সভাপতি যশোর পূজা পরিষদ, প্রধান আলোচক ছিলেন যশোর পূজা পরিষদের সাধারণ সম্পাদক শ্রী তপন কুমার ঘোষ, শ্রী রতন আচার্য্য, যুগ্ম-সাধারণ সম্পাদক যশোর পূজা পরিষদ, শ্রীমতি অর্চনা অধিকারী, মহিলা সম্পাদিকা, যশোর পূজা উদযাপন পরিষদ, শ্রী উৎপল কুমার ঘোষ, সহ বার্তা ও সংযোগ বিষয়ক সম্পাদক, শ্রী শ্যামল কুমার ঘোষ, কার্যকারী সদস্য, নিরুপমা বসু, কার্যকারী সদস্য, যশোর পূজা পরিষদ, যশোর সদর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি শ্রী গোবিন্দ ঘোষ, শ্রী অসীম কুমার আইচ, সাধারণ সম্পাদক শারদাঞ্জলি ফোরাম, যশোর জেলা কমিটি, শ্রী দুর্গাপদ দেবনাথ, সাংগঠনিক সম্পাদক, শারদাঞ্জলি ফোরাম, যশোর, ছাত্র বিষয়ক সম্পাদক শ্রী প্রভাষ হালদার, শ্রী অমিত মোদক, শ্রী মনোজিৎ দেবনাথ কার্যকারী সদস্য সহ অত্র এলাকার ভক্তবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং বিপুলসংখ্যক গীতা শিক্ষার্থী।
অনুষ্ঠানে উপস্থিত গীতা শিক্ষার্থীদের মাঝে শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কর্তৃক প্রকাশিত গীতা বিনামূল্যে বিতরণ করা হয়।
এভাবেই সারা বাংলাদেশের শারদাঞ্জলি ফোরামের ছায়াতলে গীতার আলোয় আলোকিত হচ্ছে সনাতনী নতুন প্রজন্ম।
